কবিতা ।। আলাপন রায় চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 18, 2020

কবিতা ।। আলাপন রায় চৌধুরী




কোনো একটা রাত


                          

এতক্ষণে ওদের খাওয়া হয়ে গেছে, যাই!  
কিচেনে ঢুকলেই জানলার দিকে চোখ যায়;
বাইরেটা মিশকালো অন্ধকার!
হট করে দেখলে ওদিকটায়
কেউ দাঁড়িয়ে আছে বলে ভুল হয়।
যাহ্, তড়কাটা ঠান্ডা হয়ে গেল বোধ হয়!

পোকার ডাকটা তীক্ষ্ণ - এটা ঝিঁঝিঁ না।   
বাথরুমের গন্ধটা পায়খানা আর সাবান মেশানো!
পেচ্ছাপের প্রথম কিছুটা কোমডে পড়তেই
পুরনো রিং-টোনটা কানে বেজে উঠল!  

চাদরের কোমল স্পর্শে রাতের বিছানায়
কমফোর্ট জোন খোঁজা।
আর, অন্ধকারে একটা মশা মেরে
মোক্ষ প্রাপ্তির তৃপ্তি!
ফ্যানের শব্দটা বালি-মাখা ভেজা রাস্তায়
কুকুরের চলার শব্দের মতোই ঠেকছে।
কাল আবার শাডার-এর ঘড়ঘড়ানিতে ঘুম ভাঙবে!

মিষ্টি শব্দ আসছে ঘুলঘুলিটা থেকে।
চড়াই-পরিবারের ঘুম ভেঙেছে তাহলে। 

============




নাম: আলাপন রায় চৌধুরী । 

ঠিকানা: হিলক্রিস্ট, হ্যামিলটন ৩২১৬, নিউ জিল্যান্ড ।

চলভাষ নম্বর: +৬৪ ০২২ ৩১৮ ৪১১৪ ।

হোয়াটস এপ: +৯১ ৮৪৮১ ৯৩৫৯৪৯


সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 


No comments:

Post a Comment