মুক্তভাবনা ।। মিনতি গোস্বামী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 18, 2020

মুক্তভাবনা ।। মিনতি গোস্বামী



পূজো


এবার পূজো অনেক দেরিতে।আকাশে সাদা মেঘের ভেলা, নদীর চরে, মাঠে ঘাটে কাশফুল, রাতে নিঃশব্দে শিশিরের পদচারণা জানান দিচ্ছে মায়ের আগমনী বার্তা।কিন্তু তবু ও একটা ছন্দপতন।আমরা গুণে যাচ্ছি মৃত্যুর গ্ৰাফ, এখনো 
নিজেকে গৃহবন্দী রাখার অদম‍্য প্রচেষ্টা।

    সাতদিন বাদে মহালয়া।মহালয়ার সঙ্গে পূজোর কোন সম্পর্ক নেই। মহালয়া পিতৃপরিচয় তর্পণ অনুষ্ঠান, একটি অশুভ কাজ। কিন্তু এই পক্ষ পেরিয়েই দেবীপক্ষ পড়ে, তাই মহালয়ার দিন গোনা হয়।এছাড়া ছোট থেকেই বেতারে আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ দিয়েই ঘোষিত হতে শুনেছি মায়ের আগমনী বার্তা। এবার অবশ্য মহালয়ার একমাস পরে দূর্গাপূজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব।।

    কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, এবার কি উৎসব হবে, হবে বড় বড় দূর্গাপূজোর মন্ডপ?
কারণ আমরা তো উৎসব বলতে অতিমাত্রায় জাঁকজমকেই অভ‍্যস্ত।কিন্তু মানুষ তো আতঙ্ক আর অর্থাভাবে নিঃস্ব হয়ে গেছে।
   এবার আর প্রবাসী স্বামী, পুত্রের জন্য অপেক্ষা নেই, সবাই আশ্রয় নিয়েছে বাড়িতে।

    অসংখ্য মানুষের কাজ চলে গেছে, বন্ধ হয়েছে রুটি রুজির সংস্থান।স্বর্ণালঙ্কারে ভুষিতা মা এবারে বড় বেমানান।

   বড় বড় পূজো উদ‍্যোক্তারা কি ভাবছে, কি করবে সেটাই দেখার।পূজোর আয়োজন হলেই কি মানুষ স্বচ্ছন্দে বেরোবে, সেটা নিয়ে ও ভাবনা।

   বড় বড় পূজো প‍্যান্ডেল হলে বহু মানুষ কাজ পায় কিন্তু পূজো কমিটিগুলোও তো এবার অর্থসংকটে ভুগছে।হয়তো সাবেকি পূজোর মত  একচালার প্রতিমা দেখবো মন্ডপে মন্ডপে।
প‍্যান্ডেল হবে ছোট, পূজো দেখার ভিড় থাকবে না।

    তবুও পূজো নিয়ে মানুষের মনে আশার আলো জাগছে।লকডাউন উঠে যাচ্ছে, বাস-ট্রেন খুলে যাচ্ছে, খোলা হচ্ছে দোকানপাট।
মানুষের মন থেকে পূজোর ছুটির আমেজ মুছে গেছে। মানুষ চাইছে পূজোতে মুক্তির হাওয়া, আতঙ্ক মুক্ত  দিন।

     মায়ের আশীর্বাদে হয়তো কেটে যাবে অতিমারীর বিপদ, হবে নিরাপদে দেবীর আবাহন।
তাই পূজো নিয়ে আশা আকাঙ্খা জাগছে মানুষের মনে। মানুষ ঘুরে দাঁড়াবে শুভ শক্তিকে হাতিয়ার করে হয়তো এই পূজো থেকেই।

========================


ঠিকানা
মিনতি গোস্বামী
বোরহাট কালীতলা বর্ধমান
পোস্ট-নূতনগঞ্জ
জেলা পূর্ব বর্ধমান
মোবাইল নাম্বার 8967934204


সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 


No comments:

Post a Comment