ছড়া ।। খগপতি বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 18, 2020

ছড়া ।। খগপতি বন্দ্যোপাধ্যায়

 


বিরহী শ্রাবণ

শ্রাবণ দিনে বিকেল বেলা

একলা বসে বাতায়নে

বৃষ্টি পড়ে মধুর সুরে

তোমার কথা পড়ে মনে

এমনি কত শ্রাবণ বেলা

কেটেছে যে গল্প বলে

দুজনে দাঁড়িয়ে থেকে

গাঁয়ের ওই বকুল তলে

বৃষ্টি এলে গাছের তলে

ভিজত যখন অঙ্গ সকল

সাথীরা সব বলতো দেখে

ওই যে দুটো প্রেমী পাগল

এমনই এক শ্রাবণ রাতে

সাজলে তুমি নতুন সাজে

সেদিন থেকে আমার বীণায়

ব্যথার সুরই কেবল বাজে

হয়তো তুমি ভালোই আছ

নতুন জীবন সাথী পেয়ে

আমার কাটে দিবারাত্র

তোমারই সুখ শান্তি চেয়ে

                 *****

খগপতি বন্দ্যোপাধ্যায়

মালঞ্চ,  কবরডাঙ্গা,

বাঁকুড়া, ৭২২১০১

চলভাষ : ৯৪৩৪৩০৫৬২


সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 


No comments:

Post a Comment