Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা || অনিরুদ্ধ কর



বীরেন্দ্র-ঈশ্বরচন্দ্র


ভারতমাতৃকার শ্রেষ্ঠোত্তম পুত্র,— হে ঈশ্বরচন্দ্র !
দীর্ঘললাট তব; বর্ণিত সেথা বিরলতম ভাগ্যরেখা ।
ভারতবর্ষ যদা তমসাবৃতা, মূক-অন্ধ-বধিরের  আবাস যথা,
তদা জন্মিলে সম্পাদিতে দুরূহ কর্ম্ম, বীরেন্দ্র ।

বিশ্ববিদ্বজ্জন তুমি; গদ্য-জনক, বর্ণ-পরিচায়ক !—
বাল্যকালে পথবাতিতলে করিয়াছ জ্ঞানাহরণ,
স্বচেতনাবলে দারিদ্রক্লেশ করিলা বিখন্ডন !
অনির্বাণ-দীপ এই চরাচরে, সত্যোদ্গাতা যেরূপ ।

জগৎবিদিত তব মাতৃভক্তি; অবিশ্বাস্য ভীষণ !
নিশীথের বিভীষিকাময় দামোদর-জলোচ্ছ্বাস
সতত পরাজিত, মাতৃপ্রেমে ক্ষুদ্র সর্ব অর্থ-যশ !
সহস্রাধিক মাতৃগর্ভে জন্মায় যেন তব-সম প্রেমনিষ্ঠ নন্দন ।

মহাকবি যবে সংকটাপন্ন, দিকভ্রান্ত এ ভুবনে !
বদান্য-দয়াময় হৃদয়ে দানিলা অর্থ তাহারে ।
দ্বিশতবর্ষোপলক্ষে কবিগণ রচে তব সম্বন্ধে বিবিধ কাব্য !
এ যুগেও দেশবাসী চাহে পুণ্য-পদাশ্রয় নিত্য ।

একদা নারী পুরুষের পদতলে পিষ্ট, হায় !
জরাগ্রস্ত স্বদেশ; দুর্বৃত্ত-বর্ব্বরের ছলনায়,
হেনকালে নরবর, বিধি-নিয়মের করিলা সুসংস্কার ।—
লাঞ্ছিতা-মানহীনা মানরত্নে গাঁথিছে তায় সত্য-কণ্ঠহার ।

হে মান্যবর, উচ্চ-স্বর্ণাসনে যোগ্য তব স্থান, —
চিত্ত তবু অহংশূন্য, অনন্ত-সাগরে বহে নির্ম্মল-পবন !
মানবহিতৈষী তুমি, মেকী-স্বর্গসুখে অনাকাঙ্ক্ষী !
ঈশ্বরসমরূপে মানবজাতিরে সেবিছ দিবা-রজনী ।

মরুস্থলমাঝে দাঁড়ায়ে সদা সুশ্যামল মহীরুহ !
ভারতভূমে চতুষ্পার্শ্বে পুনঃ প্রবল ভ্রষ্টাচার ।
কবে ঘটিবে তব প্রত্যাবর্তন, ধারণ ক'রে নব্যদেহ ?
নিষ্কলঙ্ক করো এ দেশ; হেথায় জাতি আজি নির্বিকার ।

এ কাব্য রচিলাম বক্ষে লয়ে ঈশ্বরলব্ধ জ্ঞান ! —
অন্তে কহিনু, 'তব চরণদ্বয়ে সশ্রদ্ধ প্রণাম ।'

==============


                         
   

  অনিরুদ্ধ কর ।।
 ঠিকানা : (কামারপাড়া - জলপাইগুড়ি - 735101) || মোবাইল নম্বর : (9932691425)
 (জলপাইগুড়ি জিলা স্কুল)


সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল