পদ্য ।। সজল বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 18, 2020

পদ্য ।। সজল বন্দ্যোপাধ্যায়





পাগল প্রলাপ



মাঝরাতেতে অবাক চোখে টলটলে দুই পায়
পাগলটা ওই শ্মশানঘাটে এদিক ওদিক চায় !

ছড়িয়ে যত আধপোড়া কাঠ বাসি ফুলের রাশি
পাগলটা কি পুড়তে এলো সবার মুখে হাসি !

শ্মশান চিতা এখন নেভা স্বপ্ন প্রতীক্ষার
মরা মানুষ আসবে কখন বাতাস নির্বিকার ।

পাগল বলে , এই তো ওগো পুড়তে আমি আসি
শ্মশান চিতা তোমায় ওগো বড্ড ভালবাসি ।

আগুন লাগা চামড়া পোড়া গন্ধে আকুল শ্মশান ধার
স্বপ্ন ভাঙার যন্ত্রণাটা ভুলতে এলাম চিতার পাড় ।

কেমন পাগল জ্যান্ত এখন মরতে চায় চিতায় উঠে
তোর তো এখন সময় আছে ধর না মুঠোয় স্বপ্ন খুঁটে !

পাগল বলে , খেয়ে-পরে বেঁচে থাকা এটা তো ভাই জীবন নয়
মরে গেলেও ভাববে সবাই তারেই যে ভাই জীবন কয় ।

চিতা জ্বেলে কবর খুঁড়ে তাতে দেহ বিনাশ হয়
কিন্তু জীবন মহান হলে মানব মনে স্মরণ রয় ।

রবি ঠাকুর কিংবা সুভাষ জীবনগুলো ভুলতে পারো
আমিও ঠিক এমন পাগল দেখি কেমন ভুলবে আরো !
........................................

সজল বন্দ্যোপাধ্যায় , ডাক : বহরু , জয়নগর , দক্ষিণ ২৪ পরগণা , ৭৪৩৩৭২ , 
ফোন : ৮৯১৮৯৩৭৫৮৩ , হোয়াটস এপ : ৯৭৩৫৬০৯৭৯০ .

সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 


     


No comments:

Post a Comment