দুটি কবিতা ।। শংকর হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 18, 2020

দুটি কবিতা ।। শংকর হালদার

 

 অনুবাদ 


পায়ে পায়ে একলা দুপুরে পথ হাঁটে
বিনুনি বেয়ে নেমে আসে রোদ্দুর,
তোলপাড় ফাগুন বসন্ত খোঁজে নবীন শরীরে ।

আবর্তন করি গঙ্গা জল হাতে
আর ঘনঘন সন্ধান করি বিবর্তন,
কালের বুকে ঠেস দিয়ে ।

জ্বলন্ত অভিমান আর যত বিষাদ
ছিঁড়ে ফেলি নখ দিয়ে,
অনাবৃত দেহ...
ক্ষত-বিক্ষত কর ছোবলে
শিরা-উপশিরায় ছড়িয়ে পড়ুক
মোহগ্রস্ত যত বিষ ।

শিথিল অনুভূতি'র পাতায় আঁকতে থাকি তোকে ।

আর মনে প্রাণে অনুবাদ করি
মনের ঘোমটা সরিয়ে ।

         ____________

ওরা জানল না 


ওরা বুঝল না, জীবনের মানে
বিষন্ন গোধূলি আবির ছড়িয়ে
দিবসের সব ইচ্ছে নিয়ে অন্তর্হিত ।

ওরা জানল'ই না,
হাত কচলাতে কচলাতে কখন যে জীবনে গোধূলি নেমে আসে ।
পকেটের হিসাব, ধূতির কোঁচা সামলাতে সামলাতে ক্ষয় হয়,
এক এক ঋতু পোশাকের ভাঁজে ।

ওরা জানল'ই না,
মূল্যের চেয়েও মূল্যবান জীবন দীপ
আজ অনাদরে দিগন্ত রেখায় তার অস্পষ্ট হাসি ।
ওরা জানল'ই না,
স্বার্থের তিন ইঞ্চির পকেট নিয়ে যত মমত্ববোধ
আর তা সামলাতে সামলাতে জন্মান্তরবাদ ।
লোভ,লালসা, স্বার্থপরতা, ঈর্ষা অন্ধত্বের প্রতীক ।

ব্যক্তিত্বের অসীম অধিকারের ফাঁকে
নিভে যায় অগোচরে ইহকালে'র আলো ।

ওরা জানল'ই না ।


                         _____________

                           শংকর হালদার 
                দাড়া, জয়নগর, দঃ২৪ পরগণা 
                    মোবাইল-৮৬৩৭৫৩২৯৯৩


সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 




No comments:

Post a Comment