Featured Post
কবিতা ।। শঙ্করী বিশ্বাস
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মনেমনে কানেকানে
আজ চিঠি লিখি মনেমনে
রেখে দিই মনবন্দী বন্ধ খামে
জীর্ণ মলিন ডাকবাক্স পড়ে আছে অবহেলায়
তার আর কোনো অপেক্ষা নেই
জানে চিঠি আসবে না আর কোনোদিনই।
চিঠি হারিয়ে গেছে
পুরনো মলিন ডাকবাক্স ক্ষয়ে গেছে কালেরস্রোতে
পোস্টম্যান আর আসে না ,আসবেও না হয়তো
বিরামহীন অবসরযাপনে ব্যস্ত সে।
একমনে কান পেতে রাখলে
রাণারের ক্লান্ত পায়ের শব্দ শোনা যায়
অতীতের বন্ধ কালো দরজায়।
কথা আর লিখি না কলমে
কথা পৌছে দেওয়ার জন্য
কালি-কলমে-কাগজে বন্দী করি না
অনুচ্চারিত কথাদের কোনো খামে।
ইচ্ছে হলেই আজ কথা বলি কানেকানে।
Sankari Biswas
C/O- Jugal Ch Biswas
Vill-Laxmipur
P.O.-AIHO
Dt-Malda, PIN-732121
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন