কবিতা ।। অনিন্দ্য পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 18, 2020

কবিতা ।। অনিন্দ্য পাল



তিনি 
=====

তিনি একজন ... 
কী বলবো বুঝতে পারছি না! 
শিক্ষিকা 
লেখিকা 
নায়িকা 
অথবা নিতান্তই এক প্যাকেট 
গরম মশলা! 

তাকে কখনো সোজা হয়ে দাঁড়াতে দেখিনি 
তিনি কখনো মুঠো হাত খোলেন নি 
প্যাঙ্গোলিনের মত জিভ দিয়ে চেটে খেয়ে থাকেন 
বোকা কিন্তু সুস্বাদু পিঁপড়ে 
এবং পিঁপড়ের কুড়মুড়ে ঘর 
তারপরেও খিদে পেলে খেয়ে নেন নরম 
কচি কচি সবুজ ঘাস আর- 
উঁচু মগডালের দামি পাতা 

তিনি বিদেশী এবং দেশী 
বাংলা এবং ইংরেজি 
পড়ান! 
খান- ও বটে! 

অঙ্কেও তাঁর অগাধ জ্ঞান 
তবে সিঁড়ি ভেঙে উপরে ওঠা ছাড়া 
ওটা তিনি খরচ করেন না 
সচরাচর... 

তাঁর ঘুম তাঁর বটুয়ার মতই 
একনিষ্ঠ কৃপণ।
তবে শুয়ে থাকতে এবং 
শুয়ে পড়তে 
তাঁর জুড়ি মেলা ভার। 

বিরক্ত প্রকৃতি তাঁকে আদর করে ডাকেন 
"জিরাফ"

তবে শোনা যায়, ইনি বিবাহিত 
পুরুষ মানুষের মাংস খুব পছন্দ করেন...


======

অনিন্দ্য পাল 
প্রজত্নে -- বিশ্বনাথ পাল 
গ্রাম -- জাফরপুর 
পোঃ-- চম্পাহাটিি 
পিন - ৭৪৩৩৩০
থানা -- সোনারপুর 
জেলা -- দক্ষিণ চব্বিশ পরগনা 
পশ্চিমবঙ্গ, ভারত 
Mob: 9163812351


সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 


No comments:

Post a Comment