Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা : সুচেতা বিশ্বাস চৌধুরী



 বেদুইন প্রেম
        -------------------------

বেপরােয়া ঝরাপাতা'দের ভিড়ে হারিয়ে যেতে গিয়ে, 
ভেবেছিলাম খুঁজে নেবো কিছু বেহিসেবি সুখ,
অভিমানের কিছু অস্ফুট কণা ঝিনুকের গর্ভে লুকিয়ে ভাসিয়ে দেব অচিন সাগরের বুকে।

তাও যেন ঘুমন্ত অবচেতনের তলানিতে  থিতিয়ে পড়া প্রেমের অবশিষ্টতে জাগ্রত অতীতের আবছায়া !
 
রসায়নের বইএর ভাঁজে মুষড়ে থাকা শুকনাে গোলাপের পাপড়ির আবডালে এখনো লেপ্টে তোমার ছোঁয়ার পারিজাত গল্পেরা।

না দিতে পারা চিঠি আর বাদামী ডাইরির হলদে হয়ে আসা সংলাপের মাঝপথে যখনই টলমল হয়েছে পা, 
অনুভব করেছি তোমার নীরব উপস্থিতি।

মনের অতল অন্ধকারের গভীরতা মাপতে গিয়ে  সিঁড়ি ভেঙে তলিয়ে যেতে গিয়ে বিজন তমসার ঘনান্ধকারে কান পেতে অনুভব করেছি তোমার বুকের হৃদ'স্পন্দন।

তারা খচিত রাত্রির অবকাশে জীর্ণ ফ্ল্যাটের পশ্চিমের খিড়কি দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাসেও পেয়েছি তোমার সুবাস। 

নিস্তব্ধতাকে চিঢ়ে দূর থেকে ভেসে আসা ট্রেনের হুইসেলের শব্দ জানান দিল ঘড়ির কাঁটায় এখন বারো'টা দশ।
ঝিমিয়ে পড়া স্ট্রিট লাইটের আলোর নীচে পদপৃষ্ট গল্পের ধুলো কুড়িয়ে..
ঘুমিয়ে থাকা একাকী শহরের মাঝে তখনো আমি স্মৃতির সরণি ধরে ছুঁটে চলেছি.. 

জানি থেমে যাওয়াটা সমীচীন নয়, তবুও কিছু কিছু অনিয়ম, বিশৃঙ্খলা আগল ভাঙতে সাহস জোগায়।
যেমন'টা অস্থির সমুদ্রের উত্তাল ঢেউ।

রেলিং জড়িয়ে থাকা তোমার নিজের হাতে লাগানো জুঁইএর শরীর জুড়ে আজ যেন ভরা যৌবন।
তার অবরুদ্ধ আবেগের মাতাল করা সুগন্ধে যেন তোমার'ই উষ্ণাবেশ;
যেন আশ্রয় পেতে চায় ভালোবাসার গভীর আলিঙ্গনে।
 
চিবুকের বিভাজিকা বেয়ে নেমে আসে নোনা জল,
নির্বাক হৃদয়ের পাললিক স্তরে আনমনে আঁচর কাটতে থাকে কিছু বেইমান অজুহাত।

প্রত্যাশার সমীকরণের ধাপ কেটে আবার ফেরে প্রেম, 
ভাঙে নিয়তির আদি পিঞ্জর।
সদ্য ফোটা জুঁইয়ের কলি বুকে স্বপ্ন সাজায় পথভ্রষ্ট এক জাতিস্মর।

-----------------------------------------------


সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল