বেদুইন প্রেম
-------------------------
বেপরােয়া ঝরাপাতা'দের ভিড়ে হারিয়ে যেতে গিয়ে,
ভেবেছিলাম খুঁজে নেবো কিছু বেহিসেবি সুখ,
অভিমানের কিছু অস্ফুট কণা ঝিনুকের গর্ভে লুকিয়ে ভাসিয়ে দেব অচিন সাগরের বুকে।
তাও যেন ঘুমন্ত অবচেতনের তলানিতে থিতিয়ে পড়া প্রেমের অবশিষ্টতে জাগ্রত অতীতের আবছায়া !
রসায়নের বইএর ভাঁজে মুষড়ে থাকা শুকনাে গোলাপের পাপড়ির আবডালে এখনো লেপ্টে তোমার ছোঁয়ার পারিজাত গল্পেরা।
না দিতে পারা চিঠি আর বাদামী ডাইরির হলদে হয়ে আসা সংলাপের মাঝপথে যখনই টলমল হয়েছে পা,
অনুভব করেছি তোমার নীরব উপস্থিতি।
মনের অতল অন্ধকারের গভীরতা মাপতে গিয়ে সিঁড়ি ভেঙে তলিয়ে যেতে গিয়ে বিজন তমসার ঘনান্ধকারে কান পেতে অনুভব করেছি তোমার বুকের হৃদ'স্পন্দন।
তারা খচিত রাত্রির অবকাশে জীর্ণ ফ্ল্যাটের পশ্চিমের খিড়কি দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাসেও পেয়েছি তোমার সুবাস।
নিস্তব্ধতাকে চিঢ়ে দূর থেকে ভেসে আসা ট্রেনের হুইসেলের শব্দ জানান দিল ঘড়ির কাঁটায় এখন বারো'টা দশ।
ঝিমিয়ে পড়া স্ট্রিট লাইটের আলোর নীচে পদপৃষ্ট গল্পের ধুলো কুড়িয়ে..
ঘুমিয়ে থাকা একাকী শহরের মাঝে তখনো আমি স্মৃতির সরণি ধরে ছুঁটে চলেছি..
জানি থেমে যাওয়াটা সমীচীন নয়, তবুও কিছু কিছু অনিয়ম, বিশৃঙ্খলা আগল ভাঙতে সাহস জোগায়।
যেমন'টা অস্থির সমুদ্রের উত্তাল ঢেউ।
রেলিং জড়িয়ে থাকা তোমার নিজের হাতে লাগানো জুঁইএর শরীর জুড়ে আজ যেন ভরা যৌবন।
তার অবরুদ্ধ আবেগের মাতাল করা সুগন্ধে যেন তোমার'ই উষ্ণাবেশ;
যেন আশ্রয় পেতে চায় ভালোবাসার গভীর আলিঙ্গনে।
চিবুকের বিভাজিকা বেয়ে নেমে আসে নোনা জল,
নির্বাক হৃদয়ের পাললিক স্তরে আনমনে আঁচর কাটতে থাকে কিছু বেইমান অজুহাত।
প্রত্যাশার সমীকরণের ধাপ কেটে আবার ফেরে প্রেম,
ভাঙে নিয়তির আদি পিঞ্জর।
সদ্য ফোটা জুঁইয়ের কলি বুকে স্বপ্ন সাজায় পথভ্রষ্ট এক জাতিস্মর।
-----------------------------------------------
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |
No comments:
Post a Comment