অণুগল্প ।। রবীন বসু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 18, 2020

অণুগল্প ।। রবীন বসু

 



রোজ ডে 




নতুন অফিসে আজ জয়েন করল সুবিমল l  চাকরি পাওয়া থেকে সে নর্থবেঙ্গলে ছিল l বার বছর পর এই প্রথম কলকাতায় এল ডিপিও হয়ে l  ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার l এর মধ্যে মা মারা গেছেন l বাবা তো চাকরি পাওয়ার আগেইl বদলে গেছে কলকাতা অনেক l বন্ধু যারা ছিল তারা সব ছড়িয়ে ছিটিয়ে l কত শপিং মল, বাইপাস, অ্যাপ্রোচ রোড, নিউ টাউন, ইকো পার্ক l সময় কত দ্রুত হাঁটছে l শুধু সুবিমল যেন সেই এক জায়গায় দাঁড়িয়ে l চশমা-পরা দুটো চোখ, তাঁতের শাড়ি পরণে সেই লম্বা ছিপছিপে কলেজ জীবনের স্মৃতি। দূরের নক্ষত্র হলেও জ্বল জ্বল করছে এখনও l          

নিজের চেম্বারে ঢুকতে গিয়ে সুবিমল দেখে আগের নেমপ্লেটটা এখনও সরানো হয়নি l মিসেস স্বাতী নন্দী l আগের ডিপিওl কিন্তু নাম পদবী সবই তো এক । ভাবল, এতে অবাক হবার কী আছে! পৃথিবীতে কত মানুষ, কত সব পদবী, মিলে তো যেতেই পারে !

তখন সবে কলকাতার পার্কস্ট্রিটে আর্চিজ গ্যালারি হয়েছে l কলেজে কলেজে ছেলেমেয়েদের মধ্যে ভ্যালেনটাইন ডে চালু হয়েছে l আর তার আগে এসেছে রোজ প্রপোজ চকোলেট টেডি প্রমিস কিস হাগ ডে l এতগুলো স্তর পেরিয়ে তবে ভ্যালেনটাইন ডে l বন্ধুরা তাতাল l যদি মনে ধরে তো বলে ফ্যাল্। এই সুযোগ, গোলাপ দিয়ে শুরু কর্ l 

নিউ মার্কেট থেকে টকটকে লাল গোলাপ কেনা হল l আর্চিজ গ্যালারি থেকে কার্ড l সাহস সঞ্চয় করে হোস্টেল গেটে যাওয়াও হল, কিন্তু দেওয়া আর হল না l অসুস্থ হয়ে স্বাতী তখন বাড়ি চলে গেছে।         

সুবিমল চেম্বারে ঢুকে দেখে, বড় গোল টেবিলটার উপর একটা লাল গোলাপের তাজা বোকে l পাশে স্টিকার "হ্যাপি রোজ ডে" l মিস নন্দী ঢুকলেন চেম্বারে l সুবিমল দেখল, সেই তাঁতের শাড়ি, চশমা-পরা চোখ, রোজ ডে-র গোলাপ যাকে দিতে পারেনি, সেই মেয়ে l তারই অপেক্ষার স্বাতী l

--বসুন মিঃ বসাক, এবার আপনাকে চার্জ বোঝাই। কাল তো আমাকে নর্থবেঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দিতে হবে l 

—সে তো হবে l কিন্তু এই গোলাপ, রোজ ডে এসব কার জন্য স্বাতী?

হাসছে স্বাতী l —যদি বলি, আপনার জন্য l সেদিন তো গিয়েও দিতে পারেন নি, তাই আজ আমিই আপনাকে দিলাম l

—কিন্তু জান তো, রোজ ডে-র পর কী ডে?

—জানি তো প্রমিস ডে l

টেবিলের লাল গোলাপগুলো তখন বোধহয় আরও বেশি  লাল হয়ে উঠল l


                             ————




রবীন বসু

১৮৯/৯, কসবা রোড, কলকাতা-৭০০ ০৪২, 

ফোন : 9433552421 হোয়াটসঅ্যাপ : ৮০১৭১৩৫৪৮৫


সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 




No comments:

Post a Comment