কবিতা । । সুমিত মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 18, 2020

কবিতা । । সুমিত মোদক



মায়ের আগমন বার্তা


অনাবাদি জমিতে যখন কাশ ফুল ফোটে ;
কঞ্চির বেড়াতে যখন অপরাজিতা 
মেলে দেয় পাপড়ি ;
যখন  শিউলি টুপটাপ ঝরে পড়ে 
সবুজ ঘাসে ;
তখন উত্তরের হিমেল বাতাস 
কানে কানে বলে যায় –
মা , আসছে …
আমি তাই , মায়ের প্রতিমা গড়ছি ,
আমার মাটির উঠানে ;
#
প্রতি বছর শরতে মা আসে ,
তার ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়িতে ,
এ বাংলায় ;
এ বছরও মা আসছে ;
মা , আসবেই …
#
অনেকেই ভেবে ছিল এবারটা হয়তো 
আসবে না ;
এ মহামারীর আবহে মা কৈলাশ থেকে 
নামবে না ;
মা না এলে লক্ষ্মী ,সরস্বতী , কার্ত্তিক , গণেশ 
আসবে কি ভাবে !
এ বাংলায় !
এ ভারত ভূমিতে !
#
কত বার যে বন্যা হয়েছে ,
খরা হয়েছে ,
হয়েছে মহামারী …
তখনও মা এসেছে –
কখনও শান্তি রূপেন ,
কখনও মাতৃ রূপেন ,
কখনও শ্রদ্ধা রূপেন …
#
মা আসছে , প্রতি বছরই মা আসে ;
মা , আসবেই …
 আমি তাই মায়ের প্রতিমা গড়ছি ;
বাঁশ , খড় , মাটি নিয়ে মায়ের প্রতিমা গড়ছি ;
আমার সকল স্বপ্ন ,
আমার সকল ভালবাসা , 
আমার সকল আশা নিয়ে 
উঠানের এক কোনে বসে মায়ের প্রতিমা গড়ছি ;
#
আমার গর্ভধারিণী মা , আমাকে বলেছে –
এ বছরটা যে আসল অকালবোধন .…
এ মহামারীর পৃথিবীতে ;
উমা নয় , দুর্গা নয় ,
অকালবোধন পূজা হবে ;
আশ্বিনের মল মাসের পর ;
আর সন্ধি পূজার পর সবই ঠিক হয়ে যাবে ;
তার পর শুভ বিজয়া ;
বিজয় উৎসব …
#
বাবার কারখানা খুলবে ;
আমার স্কুল …
সব , সব , সবই ঠিক হয়ে যাবে 
আগের মতো ;
মা , আমার হাতে গড়া প্রতিমাকে দেবে 
অষ্টমীর অঞ্জলী ;
বাতাসে তাই কান পাতলে শুনতে পাই –
যা দেবী সর্ব ভূতেষু মাতৃ রূপেন সংস্থিতা
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নম …


––––

সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 




No comments:

Post a Comment