ছড়া ।। সুব্রত দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 18, 2020

ছড়া ।। সুব্রত দাস




     শরৎ-সন্দেশ 

          -----------------------------------------

           দেখবে যখন নীল আকাশে
           দুধ-সাদা মেঘ ছোটে,
           ঠিক তখনই শিশির স্মাত
           শিউলিরা সব ফোটে !

           আবার যখন ঝলমলে রোদ
           আলোর ভালোয় হাসে,
           ঢেউ খেলে যায়, যারপরনাই
           পালক-শুভ্র কাশে !

           বুঝবে এবার আর দেরি নেই
           পড়বে ঢাকেই কাঠি,
           দুর্গা পুজোর আনন্দে সেই
           খুশির হাঁটাহাঁটি !!
----------------------------------------
     

সুব্রত দাস,
৩১/১, গোবিন্দ সেন রোড, পোঃ রামঘাট,
উওর ২৪ পরগণা, সূচকঃ ৭৪৩১৬৬,
পশ্চিমবঙ্গ, চলভাষঃ ৯৩৩০৬২৭৪৩৯
হোয়াটসঅ্যাপঃ ৭৬৮৭৯৮৪১৪৪
ইমেইলঃ sd8069837@gmail.com
-------------------------------------------


        

সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 





No comments:

Post a Comment