কবিতা ।। দুলাল সুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 17, 2020

কবিতা ।। দুলাল সুর

চিরসমাপন

  

 

সুরের ভুবনে রঙের মিশেল

নির্বাক বর্ণমালার উপবর্গ

নিক্কণের ছন্দের তালে

মিতভাষী সুরুপা প্রেয়সীর

সিক্ত মায়াবী অবয়বে

মুক্ত বিহঙ্গী সম চিত্তবৃত্তির

ইচ্ছেরা ডানা মেলে অহরহ।

অসীম চরাচরে অনুরক্তির অবগাহনে

দুটি হৃদয়ের অভিলাষার পূর্ণতা।

সুখস্বপ্নের মোহজাল জীবনসায়াহ্নে

নিঃসঙ্গ অতীত স্মৃতির শিয়রে কড়া নাড়ে

পিঙ্গল আঁখিদ্বয় গ্লানির অনলে চিরসমাপন।

  

**************************  



- দুলাল সুর –
মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা,
কোলকাতা – ৭০০১২৯,
পশ্চিমবঙ্গ, ভারত,
Mobile + Whatsapp – 8777624513


সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 




No comments:

Post a Comment