বহুরূপী নারী
-------------------
নেশাগ্রস্ত চোখ, ফুলে উঠেছে দুটি ঠোঁট
অগাধ সাগরে পথ হারানো, জীবনের তট ।
আড়ষ্ট চাউনী, মুখে উড়িয়ে কালো ধোঁয়া
জাগিয়ে তুলেছ, অন্তহীন মরিচীকার মায়া ।
সাদা জালের বিনুনি,অর্ধ টপলেস পরে
আদিম উন্মাদনা এনেছো বক্ষোপরে ।
লোলুপ দৃষ্টি,ক্রর বর্বর তৃষ্ণার্ত কামনা
মিটাতে ছুটেছ, ভালোবাসাহীন বাসনা ।
চরিত্রহীন, লম্পট পশুদের সাথে মিলি
প্রিয়জন কে করিয়েছো খুন, দিয়েছ বলি ।
সন্তানে্রে অনাথ করে, দিয়েছ একা ছেড়ে
খন্ড খন্ড করে স্বপ্ন, মাতৃস্নেহ নিয়েছ কেড়ে
আবার তুমিই সেই নারী, মা রূপিনী
ছড়িয়েছ মাতৃস্নেহ ও ভালোবাসার বাণী।
ঘানী টেনে ক্লান্ত, ঘর্মাক্ত স্বামীর তরে
জুগিয়েছে ভালবাসার পরশ,তার পরে ।
হাতে হাত ধরে সামলিয়েছ ঘর, সংসার
নিজ ব্যথা লুকিয়ে হাসিমুখ ফোটাও সবার।
ইট,পাথর ভেঙেছ, অভাবের তাড়নায়
সন্তান পিঠে নিয়ে,কাজেরত অবলীলায়।
কোন দিন ম্লান মুখ দেখিনি তোমায়
পথচেয়ে থাকো, প্রবাসী স্বামীর অপেক্ষায়।
কখনো তুমি স্নেহময়ী, কখনো বা ক্ষুরধার
তবু ও তোমারই দান,এই জগৎ সংসার ।
=======
নাম- চিন্ময় ঘোষ , দূলমী ,ঝালদা , পুরুলিয়া , 9547838004
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |
No comments:
Post a Comment