সম্পাদকীয় ও লেখক-সূচি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

সম্পাদকীয় ও লেখক-সূচি

 

 সম্পাদকীয়র বদলে

নবপ্রভাত ব্লগজিনের ৩০তম সংখ্যা প্রকাশিত হল। বেশ কিছু ভাল কবিতা, ছড়া ও গল্প এই সংখ্যায় পাবেন। লেখাগুলি পড়ুন। লেখার নীচেই আপনার মতামত জানান। আপনাদের ভাল লাগলে আমরা তৃপ্ত।

লেখকরাও অন্যের লেখা পড়ুন, মতামত জানান।

লেখকগণ বিভিন্ন সোশাল মিডিয়ায় নিজের নিজের ওয়ালে  নিজের নিজের লেখা লিঙ্ক শেয়ার করুন। বেশি বেশি মানুষ ব্লগে এসে লেখা পড়ুন। আমাদের পরিশ্রম সার্থক হোক।

সমস্ত উদ্যোগ-আয়োজন বিষয়ে আপনাদের সুচিন্তিত পরামর্শ একান্ত কাম্য। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

 

 

 

সূচিপত্র 

প্রবন্ধ-নিবন্ধ

তপন তরফদার   শেফালি সর

 

গল্প

বিশ্বনাথ প্রামাণিক  অরূপম মাইতি  উত্তম বিশ্বাস  তরুণ মান্না  মৌসুমী দত্ত  তাসফীর ইসলাম (ইমরান)  অরূপ কুমার গোপ মন্ডল  অঞ্জনা গোড়িয়া   অলোক দাস  সুজিত চট্টোপাধ্যায়

 

কবিতাগুচ্ছ

বনশ্রী রায় দাস আবদুস সালাম  দেবাশিষ সরখেল  মঞ্জীর বাগ  শ্যামাপদ মালাকার  সুপর্ণা ডাঙ্গর  নন্দিনী পাল

 

কবিতা

এবাদুল হক  বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নক্ষত্র রাহা  দেবীপ্রসাদ পাঁজা  জগবন্ধু হালদার  আবদুস সালাম  অমিত পাটোয়ারী অঞ্জনা দেব রায়  সুমিত মোদক  জুলি লাহিড়ী  পার্থ সারথি চক্রবর্তী  স্বপ্না আচাৰ্জী  ওয়াহিদার হোসেন  বিবেক রায়  কার্ত্তিক চন্দ্র পাল সবিতা বিশ্বাস  কান্তিলাল দাস  শম্ভু সরকার  সুনন্দ মন্ডল  কানুরঞ্জন চট্টোপাধ্যায়  অসীম মালিক সংঘমিত্রা সরকার কবিরাজ  সঞ্জীব সেন  সুব্রত দাস  মাথুর দাস  মাহামুদাল হাসান   মানস চক্রবর্ত্তী  রোনক ব্যানার্জী  রাণা চ্যাটার্জী  চন্দন মিত্র  সোমা ঘোষ রঞ্জন কুমার মণ্ডল  জয়ীতা চ্যাটার্জী  তরুনার্ক লাহা   রূপঙ্কর চক্রবর্ত্তী  চন্দন সুরভি নন্দ  সত্যম ভট্টাচার্য  বিশ্বজিৎ কর  বিনয় ডাঙ্গর নৈর্মিষা প্রামানিক  অনুষ্টুপ লাই  সৈকত মাজী  বিকাশ আদক  আব্দুর রহমান  শ্রাবনী রায়  তৃণা মুখার্জী  সুজিত কুমার মালিক  কৌশিক মাহাত  সায়ন দে মোহন্ত  বলরাম বিশ্বাস   জসিমদ্দিন সেখ  অন্বেষা দত্ত  সুনন্দা রায় (নদী)  সান্ত্বনা চ্যাটার্জি   সুকুমার কর  মৈত্রেয়ী ঘোষ  সাইফুল ইসলাম   সঞ্জীব বনিক  খোকন বৈদ্য  অশোক মণ্ডল  সত্য মোদক  চিরঞ্জিত কুন্ডু  ইন্দ্রানী গুহ  শুভজিৎ দে  দুলাল সুর  নিরাশাহরণ নস্কর।

 

ছড়া

গদাধর সরকার স্বপনকুমার রায় তনয় ভট্টাচার্য  রঞ্জিত বিশ্বাস  ফাল্গুনী গিরি 

 

ধারাবাহিক পুরাণকথা

লক্ষ্মী নন্দী

 

গ্রন্থ আলোচনা

অরবিন্দ পুরকাইত

 

 

No comments:

Post a Comment