ছড়া ।। মাথুর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

ছড়া ।। মাথুর দাস





অলস জীবন


ভোরে ওঠো, জোরে ছোটো,

কিম্বা হাঁটো বারবার ;

বেশি দূর  বা কাছে পিঠে,

যেমনটি যার দরকার ।

খাদ্য খাবার  সুষম চাই,

হাত পা সচল কাজে ;

হালকা কিছু  ব্যায়াম করা

সন্ধ্যা সকাল মাঝে ।

বাড়ির খাবার হলেই ভাল,

বাইরে খাবার  কম কিছু ;

নইলে নেবে শরীর জুড়ে

হাজার রোগও ঠিক পিছু ।

কাজকর্ম বিশ্রাম  আর

খাওয়াটি চাই ভরপেট,

শুধুই জিমে হবে কি গিয়ে

সুঠাম জিম করবেট !

জীবন শৈলী ঠিকঠাক থাক

কাজ বিশ্রাম যোগের,

জেনেই রাখো  অলস জীবন

কলস শুধু রোগের ।

                       

*******************************

মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

*******************************

No comments:

Post a Comment