কবিতা ।। নৈর্মিষা প্রামানিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। নৈর্মিষা প্রামানিক


বিনিসুতোর টান



জীবন মঞ্চে এমন কিছু অভিনেতার সঙ্গে সাক্ষাৎ ঘটে,
যে আছে সেই জন্ম থেকেই সুখ - দুঃখে পাশে।

তুই আমার এমন একটা তুই -
যে ছাড়া আমার শূন্য মনের বাসা,
গোধূলি লগ্নে আলো হারায় কালোর ঠিকানায়,
আর তুই ছাড়া আমার শৈশব হারায় কোন সে গলির অচেনায়।

তুই আমার এমন একটা তুই -
যেখানে ভালোবাসা পায়নি শব্দ,
কিন্তু শব্দ পেয়েছে যত মান - অভিমান - খুনশুটি,
আর ভালোবাসা নীরবে বলেছে তুমি ছাড়া বড্ড একা আমি‌।

তুই আমার এমন একটা তুই -
যে আমার মনের ব্যোমকেশ,
আমার মন খারাপী রাতে,
খুঁজে বেড়ায় আমার যত গোপন কথা।

তুই আমার এমন একটা তুই -
যে আমার জীবনে প্রথম খেলার সাথী,
হঠাৎ করে আঘাত পেলে শক্ত করে হাত ধরে বলে চিন্তা করিস না পাশে আছি আমি।

তুই আমার এমন একটা তুই - 
যার সাথে আমার বেনীসুতোর টান,
ভালোবাসায় বাঁধা থাকে,
আসুক যত বাধা - বিপত্ত - অপমান।

তুই আমার এমন একটা তুই -
যার সাথে বাইরে শুধুই আড়ি আড়ি,
বলে তুই চলে গেলে বাঁচি ,
আর দূরে গেলে বলে কবে আসবি বাড়ি?

তুই আমার এমন একটা তুই -
আমার আশা ভালোবাসার খনি,
তবু কেন লোকে বলে -
বাপ রাজা তো রাজার ঝি,
বর রাজা তো রাজার বউ,
তাহলে ভাই রাজা তো তোর কি শুনি?
ওরা সব জানে না,
মোদের দুই দেহে থাকে এক মন।

তুই আমার এমন একটা তুই -
যে আমার স্নেহের সকাল,
যদি আমার হঠাৎ করে অবস পড়ন্ত বিকেলে এলে,
ও বলে দেখিস আমারা আবার খেলবো -
নতুন রঙ্গিন সেই সকালে।


-----------------------------------------------------------------
 
নৈর্মিষা প্রামানিক
পানখাই : খেজুরী : পূর্ব মেদিনীপুর
পিন নম্বর - ৭২১৪৩১

 

No comments:

Post a Comment