কবিতা ।। জয়ীতা চ্যাটার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। জয়ীতা চ্যাটার্জী





একটা তুমি



আমার কাছে একটা দুপুর মানে, 
গান শোনা আর তুমি, 
কত শত রাস্তা কত শত মনখারাপ
মেঘ মানুষের ভেতর জুড়ে রাস্তা গলি ঘুঁজি। 

ঝিরঝিরিয়ে বইছে হাওয়া, 
নড়ছে দেখ নারকোল গাছের পাতা, 
পর্দা টেনে দাঁড়িয়ে থাকুক
আমার কবিতার সব খাতা। 

এই পৃথিবী জুড়ে দাঁড়িয়ে আছে 
কত না অবাক সম্ভার, 
সন্ধ্যা নামে ধীরে ধীরে, 
নীরব কেমন থমকে থাকে রাতের ফ্লাইওভার। 

একটু একটু করে মুখস্ত করেছি শহর,
মুখস্ত করেছি তোমায় সারা রাত জেগে, 
এবারে পারি দেব সমুদ্রের দেশে, 
কপালে চোখে তোমার নোনতা জল লেগে।। 
 
============================



No comments:

Post a Comment