রাষ্ট্রকথা
চারিদিকে অগণিত স্রোত–
পোশাকটুকু বেচে দিয়ে;
কপালে জোটে একবেলার অন্ন
মৃত চাষি,ঘরদোর বানভাসি
রাষ্ট্রের চোখে তা খুবই নগণ্য।
সবাই নিশ্চিত জেনে রেখো–
রাজাদের কেউ ধরবে মহাসুখে;
রোগ সেরে যাবে নিশ্চিত
যদি তোমাকে কিবা আমাকে ধরে,
মৃতদেহগুলো শ্মশানে পুড়বে ঠিক।
প্রত্যহ লাশ ডিঙিয়ে হেঁটে যায় রাষ্ট্র
তবুও,রাজা নিজেই তুলে ধরে রাষ্ট্রের গুণগান
অর্থনীতি মিশে যায় লাশের সাথে
সিংহাসন বাঁচাতে হোক মন্দির মসজিদ নির্মাণ।
==============================
শুভজিৎ দে
গ্রাম- শাশপুর
জেলা- বাঁকুড়া
Whatsapp Number - 9091709626
No comments:
Post a Comment