কবিতা ।। বিবেক রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। বিবেক রায়




তমসামালা



আগুন হয়ে জন্ম নিতে চেয়েছি
জন্মের  ভেতর ডুবে ছাই করে দিতে চেয়েছি পৃথিবীটাকে
পারি নি-
মৃত্যুর ভেতর ডুবে চেয়ে নিয়েছি অযথা জন্মযাপন


পৃথিবীর উপর দেশলাই জ্বালালে আমি ভয় করি
ধুক ধুক করে মৃত্যু হয় প্রতিটি অন্ধত্বের
দিনের শেষে প্রতিদিন জয় করে
ভয় হয়
মানুষেরা সবাই দেশলাই ব্যবহার করে


অন্ধকারে পাশে থাকা যায় না, সন্ধিও করা যায় না
তাই অন্ধকার আমার খুব বেশি প্রিয়
অন্ধকারে মানুষও চেনা যায় না
দাত নখ তাই সাদা বলে ঘৃণা করি


পৃথিবীর সব উলঙ্গ মানুষেরা জামা কাপড় পরেছে
রঙের থেকে আরও অজস্র রং
না, কেউ দূরে দাঁড়িয়ে মৃত্যুর মুখোমুখি নেই
আমাদের সময় অন্ধকারে ফুরোয় না বলে


আলোর থেকে অন্ধকারই ভালো
কোনো ভেদাভেদ নেই সেখানে
প্রতিটি মানুষের গোপন প্রার্থনার মতো
গর্ভের অন্ধকারে ডুবে যাই আমরা

=================

বিবেক রায়
গ্রা:+ পো: - টেংনামারী
থানা- ঘোক্সাডাঙ্গা
জেলা- কোচবিহার
ডাকসূচক  সংখ্যা- ৭৩৫২১০
মো-৮৬৯৭২১৬২৫৭


No comments:

Post a Comment