কবিতা ।। শ্রাবনী রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। শ্রাবনী রায়

 

যুগল-জুটি


রাজহংসী খুব দেমাগী , সুন্দরীও অতি 
হংসরাজ বেজায় প্রেমিক জীবন-মরণ  সাথী 
রাজহংসী রেগেই থাকে যখন তখন চায় 
ডানা উড়িয়ে, ঘাড় ঘুরিয়ে কেতা দেখিয়ে যায় 
সে কথা বলে না, ভালোবাসে না 
নখরা করে বেশি। 

হংসরাজ বড়োই কাহিল মানতে-মানাতে 
চিকচিকে সাদা পালকে স্বপ্ন দেখাতে 
মুখো-মুখি, আগে-পিছে  মন মাতাল করে 
ঘাড় উঁচিয়ে, চোখ নামিয়ে মুগ্ধতায় ভরে। 
একটু প্রেম পেতে চায় অনেকটা দিতে 
একচিলতে নদী, তবু চোখে হারায় অহর্নিশি 
 
ওরা গান গায় না, ডুব গালে না, এতো কিসের ভয় 
স্তব্ধ হয়ে এক নিরিখে শুধু গুনে চলে সময়। 

চোখ ঝলসানো, ঝিলমিলানো ঠিকরে পড়া দ্যুতি 
কাঁচের তাকে সাজানো থাকে কাঁচের যুগল-জুটি 
 
========================

No comments:

Post a Comment