Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা ।। সুনন্দ মন্ডল



  মিথ্যে ভালো থাকা

        

ডাকবাক্স যেখানে একটি ছোট্ট কুঁড়েঘর,
সেখানে একাধিক চিঠি ঘরের অবোধ সন্তান।
তাদের শরীরের ওপর লেখা আত্মকথন কিংবা
আত্মদহনের চেহারা অদৃশ্য ডানায় পৌঁছে যেত অন্যত্র।

কেউ যেত আত্মীয়ের বাড়ি, কেউ হোস্টেলে পড়তে, 
কেউ পুজো, কেউ কেউ গ্রীষ্মের ছুটি হয়ে,
কেউবা নিজের অলক্ষ্যে ছুটে যেত ফসকে যাওয়া বাণ হয়ে!

মায়ের কোল থেকে একেকজন ভিন্ন ভিন্ন কাজ নিয়ে বেরিয়ে যায়, না ফেরার সঠিক সময় ছাড়াই!

অথবা বলতে পারি, নিজের ঘর সংসার ছেড়ে
দূরে পাড়ি দেওয়া কোনো শ্রমিক!
একজায়গায় শলা পরামর্শ করে ভিন্ন ভিন্ন দিকে ছুটে যাওয়া।

তারা চলে যেত সীমাহীন উচ্ছাসে, ফিরে আসতো কোনো সুখ, সন্তপ্তের খবর নিয়ে।
 প্রত্যাবর্তনে সেই নিজের কুঁড়েঘরে।

আজ এক যুগ অতিক্রান্ত,
সময় আধুনিক, ব্যস্ততার মহড়া।
প্রতিযোগিতা এগিয়ে যাবার,
এখানে দয়া, স্নেহ, সহমর্মিতা আর সহানুভূতি
অর্থের মাপকাঠিতে।
চিঠির কোনো বালাই নেই!
উন্নতমানের মোবাইল ও ল্যাপটপ থেকে
দ্রুত যোগাযোগে ভয়েসকলিং,
অথবা খুব মন খারাপে ভিডিও কলিং।
সবকিছু স্পষ্ট, অথচ মনে হয় কোনো জোরালো আবেদন থাকে না তাতে!
তবে সব চাহিদা মেটে যন্ত্র দানবের ভূমিকায়।

নকল মানবিক সাড়া,
সম্পর্কেও অভিনয়, সারা শরীরে দামি পোশাক,
মুখেও অদৃশ্য মুখোশ!
লাগামছাড়া সুখের সন্ধানে সকলেই ছেড়ে থাকে
তার জন্মভূমি, মাতৃভূমি।

চিঠি আজ মূল্যহীন, বিস্তৃত সংসারের আধিপত্যে
নিজের আত্মবিলাপে মুখ গুমরে পড়ে থাকে
শুধু কলমের খোঁচা থেকে মুক্ত হয়ে।
আর ডাকবাক্স! 
সেতো বার্ধক্য জরাগ্রস্ত কোনো এক মায়ের মতোই  শূন্য বুকে আশা নিয়ে বেঁচে থাকে,
চোখের জল ফেলে অবলা সন্তানদের সুখ কামনায়।

ডাকঘরের বাইরে মিথ্যে ভালো থাকার মুখোশে এরাও দাঁড়িয়ে আছে, সুযোগের অপেক্ষায়!
সম্পর্কবিহীন অভিযোজনে মাটির তলায় এখনো শিকড় ছড়িয়ে রেখেছে। 
 
              -----------$------------ 
 

সুনন্দ মন্ডল
কাঠিয়া, মুরারই, বীরভূম
8637064029

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল