Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। সুনন্দ মন্ডল



  মিথ্যে ভালো থাকা

        

ডাকবাক্স যেখানে একটি ছোট্ট কুঁড়েঘর,
সেখানে একাধিক চিঠি ঘরের অবোধ সন্তান।
তাদের শরীরের ওপর লেখা আত্মকথন কিংবা
আত্মদহনের চেহারা অদৃশ্য ডানায় পৌঁছে যেত অন্যত্র।

কেউ যেত আত্মীয়ের বাড়ি, কেউ হোস্টেলে পড়তে, 
কেউ পুজো, কেউ কেউ গ্রীষ্মের ছুটি হয়ে,
কেউবা নিজের অলক্ষ্যে ছুটে যেত ফসকে যাওয়া বাণ হয়ে!

মায়ের কোল থেকে একেকজন ভিন্ন ভিন্ন কাজ নিয়ে বেরিয়ে যায়, না ফেরার সঠিক সময় ছাড়াই!

অথবা বলতে পারি, নিজের ঘর সংসার ছেড়ে
দূরে পাড়ি দেওয়া কোনো শ্রমিক!
একজায়গায় শলা পরামর্শ করে ভিন্ন ভিন্ন দিকে ছুটে যাওয়া।

তারা চলে যেত সীমাহীন উচ্ছাসে, ফিরে আসতো কোনো সুখ, সন্তপ্তের খবর নিয়ে।
 প্রত্যাবর্তনে সেই নিজের কুঁড়েঘরে।

আজ এক যুগ অতিক্রান্ত,
সময় আধুনিক, ব্যস্ততার মহড়া।
প্রতিযোগিতা এগিয়ে যাবার,
এখানে দয়া, স্নেহ, সহমর্মিতা আর সহানুভূতি
অর্থের মাপকাঠিতে।
চিঠির কোনো বালাই নেই!
উন্নতমানের মোবাইল ও ল্যাপটপ থেকে
দ্রুত যোগাযোগে ভয়েসকলিং,
অথবা খুব মন খারাপে ভিডিও কলিং।
সবকিছু স্পষ্ট, অথচ মনে হয় কোনো জোরালো আবেদন থাকে না তাতে!
তবে সব চাহিদা মেটে যন্ত্র দানবের ভূমিকায়।

নকল মানবিক সাড়া,
সম্পর্কেও অভিনয়, সারা শরীরে দামি পোশাক,
মুখেও অদৃশ্য মুখোশ!
লাগামছাড়া সুখের সন্ধানে সকলেই ছেড়ে থাকে
তার জন্মভূমি, মাতৃভূমি।

চিঠি আজ মূল্যহীন, বিস্তৃত সংসারের আধিপত্যে
নিজের আত্মবিলাপে মুখ গুমরে পড়ে থাকে
শুধু কলমের খোঁচা থেকে মুক্ত হয়ে।
আর ডাকবাক্স! 
সেতো বার্ধক্য জরাগ্রস্ত কোনো এক মায়ের মতোই  শূন্য বুকে আশা নিয়ে বেঁচে থাকে,
চোখের জল ফেলে অবলা সন্তানদের সুখ কামনায়।

ডাকঘরের বাইরে মিথ্যে ভালো থাকার মুখোশে এরাও দাঁড়িয়ে আছে, সুযোগের অপেক্ষায়!
সম্পর্কবিহীন অভিযোজনে মাটির তলায় এখনো শিকড় ছড়িয়ে রেখেছে। 
 
              -----------$------------ 
 

সুনন্দ মন্ডল
কাঠিয়া, মুরারই, বীরভূম
8637064029

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত