ছড়া ।। রঞ্জিত বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

ছড়া ।। রঞ্জিত বিশ্বাস



ভুতের বিয়ে



ভুতের বিয়ে, আলো নিভিয়ে,
গোছানো লাগেজ,বোঁচকা,
দাঁত খিঁচিয়ে,চুল বিছিয়ে,
পেত্নী খাবে ফোচকা।

শুঁটকি খেন্দি, হাতে মেহেন্দি,
ঝুলছে নাকে নোলক,
খাঁচার পাখি উঠবে ডাকি,
দেখলে এক ঝলক।

পেত্নীর সতীন, খায়নি ছ দিন,
ফিগার জিরো রাখতে,
করছে মেকআপ, আয়নায় চেকআপ,
বয়সখানা ঢাকতে।

পেত্নীর কন্যা, হবে অনন্যা,
সাজায় তাকে ছোড়দি,
নাকে ফচফচ, চামচ,চামচ,
বোরোয় শুধুই সর্দি।

পেত্নীর তিনি, করে কুতানি,
বমির তালে, তালে,
বৃথা সাজগোজ, বাই,বাই, ভোজ
সব গেল হাসপাতালে।

=====================

রঞ্জিত বিশ্বাস
গ্রাম চাঁদপুর
পোঃ বিজয়পুর
জেলা নদীয়া
ফোন নং 8145061784

No comments:

Post a Comment