কবিতা ।। কৌশিক মাহাত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। কৌশিক মাহাত


আস্ফালের চাকা


মাঝে মাঝে খুঁজে দেখি তোমাকে।
তোমার ভিজে যাওয়া  জানালার মহাশুন্যে। 
কোনো কোনো সময় মনে হয় এসব 
হতাশা আর চাহিদার বেড়াজালে আবদ্ধ।
পশু পাখি গুলোই বোধহয় প্রকৃতির আসল বহিঃপ্রকাশের নির্যাস।
বাকিরা সব আলতা পরা রাঙাফকির।
যেন ঈশ্বর তার কেনা গোলাম তাই সে মাঝে মাঝে  উপরের দিকে চেয়ে বলে যায় আমার ঝোলা ভরে দাও, ভগবান তোমার মঙ্গল করবেন।
জানি না আসলটা ঠিক এমন নয় কি বিনা সূতোর সূচ?
যার কাজে শুধু মাত্র হাজার ছিদ্র থেকে যায় বাঁধন থাকে না?


===================

কৌশিক মাহাত
গ্রামঃ-কাঁটারাঙ্গুনি(ডিভিসি) 
পোস্ট ও থানাঃ-আদ্রা
জেলাঃ-পুরুলিয়া
পিন নম্বরঃ-৭২৩১২১
মোবাইল নম্বরঃ-৯৫৬৩৬৮৭০৮৬



No comments:

Post a Comment