কবিতা ।। রাণা চ্যাটার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। রাণা চ্যাটার্জী




  বাঁচুক মানবতা

                 


মন্দির বা মসজিদ-গির্জা দেওয়ালে শান্তির বাণী  
নিয়ম ভাঙি নিয়ম জালে নিয়মনীতি সব জানি।

শক, হুন,দল পাঠান মুঘল কত এসেছে ভারতবর্ষে,
থেকেছে কেউ শাসনের লোভে, কেউ লুটেছে হর্ষে।

ইতিহাস ঘাঁটো রূপকথা জুড়ে শাসকরা অত্যাচারী,
শোষণ-শাসন মুখের ভাষণ কত কিছুই  রকমারি।

আজও চেয়ে দেখো নীতি আদেশ ফাইলেই ঢাকা,
নেতা-মন্ত্রী ষড়যন্ত্রী হাতে বন্দুক গুলি,বুলি ফাঁকা।

মানবতাবিরোধী ছুটছে স্লোগান প্রকাশ্যে জয়গান,
সর্বত্র দেখো অশান্তি কায়েমে মাসলম্যান-শয়তান।

কি যায় আসে মনীষীর খোদিত বাণী-নীতি শান্তির,
নাগিনীরা ফেলছে বিষাক্ত বিষ,সন্দেহ- বিভ্রান্তির।

শান্তির বাণী অহিংস নীতি ভাতৃত্বের বাঁধে জয়গান, 
রামকৃষ্ণ মহম্মদ যীশু,রবি নজরুল বঙ্কিম সন্তান।

আজও আমেরিকা উত্তাল সাদাকালো বিভাজনে,
 সমালোচনার জোয়ার আসে উদার চিন্তারই টানে।

সমস্যা আসে হাওয়ায় ভাসে নিত্যনতুন ক্ষত খবর,
সৌহার্দের বাণী পরিহাস করে,খুঁড়ি মানবতা কবর।

দিকে দিকে লেলিহান শিখা আধুনিকতার যন্ত্রনা, 
সুস্থ জীবনে যে বাচঁবে চারিদিকে শুধুই কুমন্ত্রনা।

স্বার্থপরতা অহংবোধ বাঁধছে বাতাস, বিষ নিশ্বাসে
শান্তির বাণী আঁকড়ে বাঁচি, মানবতা বাঁচে আশ্বাসে।
 
============================

No comments:

Post a Comment