ছড়া ।। স্বপনকুমার রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

ছড়া ।। স্বপনকুমার রায়




আগস্ট মানে



আগস্ট মানে পনেরো তারিখ
আগস্ট মানে স্বাধীন
ভারতবাসীর বুকের রক্ত
নাচে তাধিন নাধিন!

আগস্ট মানে স্বপ্নপূরণ
আগস্ট মানে জয়
ভারতবাসীর দূর হলো আজ
প্রাণ থেকে সংশয়!

আগস্ট মানে তেরঙ্গা এক
শিকল ছেঁড়ার নিশান
আগস্ট মানে ভারত মায়ের
মুক্তি পাওয়ার দিশান।

আগস্ট মানে পনেরো তারিখ
নই পরাধীন আর
আগস্ট আসে আগস্ট ভাসে
স্বপ্নেতে বারবার।

      ########

         স্বপনকুমার রায়
        বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ,
         ব্লক:- ইউ 113, কলকাতা:- 700094
          ফোন:- 9674133099


 

No comments:

Post a Comment