কবিতা ।। রুমা সরকার বসু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। রুমা সরকার বসু



দহনকাল





এ ঘোর দহনকাল।
কুয়াশাবৃত চেতনাজুড়ে শোনা যায় আগামীকালের পদধ্বনি,
অনেক উপরে অক্ষরেখার পাশে জ্বলছে বারুদ ঘ্রান,
এমনই সময় আমাদের স্বপ্নগুলো ঢুকে যাচ্ছে চুল্লীর ভিতর।
জ্বলন্ত অংগার, গনগনে রক্তিম আভা,
আগুনের বৃত্তের বাইরে গাঢ়অন্ধকার আমাদের গ্রাস করে ভয়াল থাবায়।
জ্বলন্ত আভায় আরো বেশি করে আত্মসমর্পণ।
এর বাইরে অন্য আকাশ, প্রিয় প্রকৃতির আঘ্রান
যেখানে পৌষালিরোদ মাখে ভিরু শালিখ
দুধ জমে ধানের শিসে।
পাগলাঝোরার গানে মেশে রামধনু রং,
পাহাড়িয়া যুবতী তুলে নেয় বুনোফুল
প্রেমিকের স্পর্শেের  মতো উষ্ণ অথচ   স্নিগ্ধ।   
জানিনা, আর সেখানে পৌছাবো কিনা ;
মৃত্যুরূপী চুল্লীর ভিতর একবার প্রবেশ করলে আর কি নির্গমন ঘটে?   

=================

Ruma Sarkar  Basu 
Village - Muralibar
Post- Bagnan
Dist- Howrah
Pin - 711303
Ph no. - 8670372345

No comments:

Post a Comment