কবিতা ।। মাহামুদাল হাসান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। মাহামুদাল হাসান



ধোঁকা



অভ্যন্তরের আগুন রঙা শোকেস
সাজিয়ে রেখেছি বেশ পরিপাটি 
পুরোনো স্মৃতির ক্ষণবস্তুগুলো
মুখ চাওয়াচাওয়ি করে আর কথা বলে
শ্রাবণী সন্ধ্যায় গ্রামোফোন রেকর্ডে
হঠাৎ বেজে ওঠা গান
'তাইতো তোমায় জাগিয়ে রাখি....'
সামনে চায়ের কাপ;ধোঁয়ার কুণ্ডলী;
চোখ আটকে চুমুকে জলছবির মতো 
খয়েরী রঙের লিপস্টিক আজো স্পষ্ট
চিবুকে ঘাম;কসরৎ করার অনলস অভ্যাসে;
নাকের ডগায় তিল দর্শন;এক দুরারোগ্য ছাপ;
চোখের কোনে বন্দী রাখা চিলটি 
ঈগলের ডানা পেতে মরিয়া হয়েছিল
হঠাৎ শোকেস থেকে বেরিয়ে আসে
পাহাড়ি খাদে লুকিয়ে থাকা আদরলতা
হাটখোলা প্রেমে লতা ও ডানা উভয়েই
ধরা দেয় খানিক বিস্ময়ে।
স্মৃতির সরণীতে ছুটে আসে
আদি অক্ষরে সমাহিত ধোঁকা।
___________________________
 
 
 
মাহামুদাল হাসান
 রতনপুর,লালবাগ, পোঃ+থানা+জেলা-মুর্শিদাবাদ
পিন-৭৪২১৪৯

মোবাইল-৭০০১৯৪৭৭৫৮

No comments:

Post a Comment