দুটি কবিতা ।। হাবিব মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

দুটি কবিতা ।। হাবিব মণ্ডল




(১)

বাড়িয়ে দাও পা



আবহমান পথের মাটি ভেদ করে মুখ তুলেছে বিষাঙ্কুর ।
অনুরাগের আকাশ থেকে ঝরছে শকুনের বিষ্ঠা
                        গোগ্রাসে খাচ্ছে মাখছে আমার ভাই।
ঝরিয়ে দিচ্ছে দুর্গন্ধ ঢেকুরে গাছের পাতা। 

পিছুটান হত্যা করে বাড়িয়ে দাও পা। 
ঘরে থাকতে নেই এখন, এসো বর্ষণ করি আগুন-কুয়াশা। 
চোখের তীব্রতায় শুষে নিই হিংস্রার আঘা। 
চলো যুদ্ধের নিশান ওড়াই, বজ্রকন্ঠে ছুড়ি হাত। 
আর ঘরে থাকা নয়;
পক্ষঘাত হবে মায়ের অশ্রুসক্ত চোখে যদি থেমে যাও!
নপুংসক বলবে প্রেমিকা।



(২)

দাম্ভিক পা



কষ্টেরা ভাষাহীন হয়ে গেলে
শরীরে হতাশার আচড় দেখি
প্রিয় আগুন স্পর্ধিত হয় ভস্ম খেলতে
তখন চাঁদ ভাল লাগে না, চাঁদের আলোও না
ইচ্ছে করে না পাখি হতে, এমনকী বৃষ্টিও না
অপেক্ষা করি একটা সুখ সুখ মৃত্যুর

ইচ্ছে করে ঘাস হতে; কেবলই ঘাস
নির্বিশেষে মাড়িয়ে যাক শত শত দাম্ভিক পা
 
===============
হাবিব মণ্ডল
রমাকান্তবাটি
দক্ষিণ বারাসত
দক্ষিণ ২৪ পরগনা

No comments:

Post a Comment