কবিতা ।। অঞ্জনা দেব রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। অঞ্জনা দেব রায়

 

আয়োজন


কখনো রং লাগে কখনো উজ্জ্বল হয় বাতাস যথাসাধ্য উড়িয়ে নিয়ে যায় তাকে কোনো কোনোদিন দরজা দিয়ে আমার ঘরে এসে থামা, আমি তার শুভেচ্ছা মাথা পেতে নিই - সমস্ত দিন টা শীতল থাকে ।

বহুদূরে অচেনা কেউ একজন 
আমার জন্যে গান রচনা করছে 
ভাবলে হৃদয় কেঁপে ওঠে 
একদিন বাতাস আমার ঘরে 
তাকে নিয়ে আসবে 
ওই দিনট কত যে সুখময় হবে ।

তোমরা সবাই দরজা খুলে রাখ 
ওই বাতাস ফুল উড়িয়ে নিয়ে আসছে পাপড়ির গায় এতোটুকু রং যায়নি 
যায়নি উজ্জ্বলতা 
দেখবে ঘরের মধ্যে তার জন্য 
অনেক আয়োজন আছে ।

No comments:

Post a Comment