কবিতা ।। অমিত পাটোয়ারী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। অমিত পাটোয়ারী





পনেরই অগাস্টের সকাল


স্বপ্নের ভেতর মাইকেলবাবু কান মুলে বললেন, কী স্বপ্ন দেখেছিস বল ?
— সিঁড়ির ওপর ওরা হেঁটে যাচ্ছিল। ওদের মুখ কখনো দেখা যায় না। যদিও আমি চিনি। আফটারঅল আমারই তো স্বপ্ন! তরুন হরভজন সিং-এর মতো ডানহাতে পাম্পের ভঙ্গি ক'রে বললাম, ইয়েস... ইয়েস...

সেই মুহূর্তে হলে কী ভীষণ হাততালি!
সেই মুহূর্তে হলে কী আনন্দ...  উত্তেজনা...

মাইকেলবাবুর পিরিয়ড শেষ। হাসতে হাসতে তিনি ভ্যানিশ হয়ে গেলেন। কাঁধ চাপড়ে দিয়ে সুকান্ত বললো, কংগ্র্যাটস্ ভাই! — যেন অল ইন্ডিয়া ক্যুইজ় জিতে এসেছি, এইরকম একটা তাচ্ছিল্যের হাসি দিলাম ওকে!

প্রথম ম্যাডাম দরজায় এসে বললেন – শুনলাম। ভালো লেগেছে।
— আপনি কোথায় দেখলেন ?
—আমাদের ফোনে কথা হয়ে গ্যাছে।
                                 ভ্যানিশ

দ্বিতীয় ম্যাডামকে আমি টিভি সিরিয়ালে, ওয়েব সিরিজে, বিজ্ঞাপনে...
মাটি ফুঁড়ে সোজা বসে পড়লেন একেবারে পিছনের বেঞ্চে। পজ়... পজ়... লাল রঙের ব্লাউজ় , মুখের সামনে...পজ়। চশমা পরা বামাক্ষ্যাপা হঠাৎ প্রশ্ন করলো — দাদার নাম কী বৌদি ?

আকাশ বাতাস বিদীর্ণ ক'রে পনেরই অগাস্টের সকাল বলে উঠলো — অরুউউউন গোভিইইইল।

ঘুম ভাঙতেই দেখলাম, গোটা পাড়ার প্রায় সব লোক মার্চ ক'রে আসছে – একটা হাইড্রেন্টের ভেতর ঢুকবে ব'লে!
 
=================
 
 

No comments:

Post a Comment