Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। খোকন বৈদ‍্য





দেবতা তুমি কোথায় আছ?


                  

দেবতা তুমি কোথায় আছ ?
পৃথিবীর মানুষ তোমায় খুঁজে বেড়ায় মন্দির-মসজিদ-গির্জায়, পূজা-প্রার্থনায়,
কর্মে, স্বপনে – মনের গভীরে ।
মানুষ আজ বড় বিপন্ন
অদৃশ্য দানবের আক্রমণে !
তাই তো তোমায় বড় দরকার।
এ মহাবিপদে দেখাও তোমার শক্তি
বাঁচাও তোমার ভক্তজনে।

পুথিপত্র,ধর্মগ্রন্থ থেকে তোমার কাহিনি জেনেছি,
অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী তুমি,
সেসব চোখে দেখিনি কোনোদিন,
ধর্মান্ধদের কাছে শোনা গল্প মাত্র।
তোমার প্রতি মানুষের বিশ্বাস হারাবার আগে
জেনে যেতে চাই তুমি মিথ্যা নও
তুমি পাথর নও
তুমি নিরাকার নও,
তুমি মৃন্ময়ী নও
তুমি পিতল-কাঁসা বা সোনা-রূপার নও।
তোমার আছে অসীম শক্তি !

তাই তো দেখতে চাই
তোমার সেই ক্ষমতা।
জাগ্রত হও, হে মহাশক্তিমান,
দেখাও তোমার শক্তি,
আকাশে বাতাসে চারিদিকে
ছড়িয়ে রয়েছে ভীষণ আতঙ্ক,
মনে হয় নানান দিকে লুকিয়ে রয়েছে
সেই নিরাকার রাক্ষস!
সে পৃথিবীর নানা প্রান্ত থেকে
তুলে নিচ্ছে অসংখ্য মানুষের প্রাণ,
দেবতা তুমি কোথায় আছ ?
হও মুর্তিমান !

অদৃশ্য দানবের আক্রমণে
বন্ধ হয়েছে তোমার উপাসনালয়,
মন্দির-মসজিদ-গির্জায়
নেই মানুষের ভিড়,
বন্ধ ঘরে সবাই তোমার আশায় বসে আছে।
এখনো থাকবে ঘুমিয়ে!
করবে না ভক্তের ত্রাণ ?

নাকি সবই মিথ্যা!
কেবল লেখনী – গল্প মাত্র ,
নাকি বড়বড় উপাসনালয়ের ঐশ্বর্যের প্রাচুর্যে
ধুপ-ধুনার গন্ধে
চন্দনমিশ্রিত পুস্পের সৌন্দর্যে,
অর্থান্বেষী পূজারীর সেবায়
তোমার শরীরে ধরেছে
অলসতার কামড়?
তাই ভাঙছে না অনন্তকালের ধ্যান !
অসংখ্য মানুষের করুণ আর্তনাদে
টলছে না তোমার আসন !

দেবতা তুমি কোথায় আছ ?
জাগ্রত হও, হে কালেশ্বর !
মানুষের বিপদে দেখাও
তোমার আত্মশক্তি,
ধংস কর ওই নিরাকার দানবের !
আজ বিশ্ববাসী মহাসংকটে
এখন দাঁড়াও আমাদের পাশে,
জ্বালাও তোমার অগ্নিচক্ষু
তার তেজে ঝলসে যাক
যত কীট জীবাণু !
মুক্তি পাক তোমার সৃষ্টি ।
স্নিগ্ধ বাতাসে ভেসে আসুক
তোমার আরাধনার গন্ধ ,
প্রাণ ভরে নিশ্বাস নিক
পৃথিবীর মানুষ।

শুনেছি তুমি ভক্তের ভগবান,
ভক্তের জন্য তোমার হৃদয় কাঁদে।
কিন্তু কই ?

                  """"""

খোকন বৈদ‍্য
গ্রাম ও ডাক – গোকর্ণী
থানা – মগরাহাট
জেলা – দক্ষিণ চব্বিশ পরগনা।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত