কবিতা ।। সায়ন দে মোহন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। সায়ন দে মোহন্ত




আত্মিক



মাটি কাঁদছে
মাটি-মা, মা কাঁদছে
দেশ মা শোকে মুহ্যমান
স্তব্ধ কার্নিভাল-উৎসব-পার্টি
বেপরোয়া জীবন বন্দী
মুম্বই থেকে মেক্সিকো, বারাসত ছুঁয়ে বেইরুট, ত্রিবান্দ্রম থেকে টিউরিন,সিলেট টু সিডনি, মায় প্যারিস
ফুটপাত রেস্তোরাঁ ধুঁকছে - এই বুঝি হবে অচেতন ;
চেতনার নির্লিপ্ত আস্ফালন।

সক্রেটিস ভলতেয়ার রুশো গার্গী অপলার শহর ঘুরে পেয়েছি ছেঁড়া কাগজের স্তূপ
ভবিষ্যতবাণী করেনি কেউ
ঘন আঁধারে উত্তাল ঢেউ ।

দেশ-কাল-ধর্ম বন্ধক
সাঁওতাল পরগণার ডাইনি বুড়ি কিংবা আফ্রিকার অর্ধনগ্ন ডিয়ানা
ডাবলিনের লজ মালিক
হাওড়ার ফেরিওয়ালা, মুখুজ্জে বাবু
এক লঙ্গরখানায় পাশাপাশি বসে।
এইতো আমার দেশ
না 'আমার দেশ' নয় 'আমাদের ধরিত্রীমাতা'
এক সূত্রে গাঁথা ।

আলোই-কালোই, সাদাই-ভালোই, দীন-ধনীতে, স্বাধীন-বন্দীতে পরাভূত দ্বেষ
মিলে গেছে সব দেশ।
মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে শুনতে পাই
হরি-হজরত-যিশু-বুদ্ধর ঐক্য বার্তা-মঙ্গলময়তা।

=================
 
সায়ন দে মোহন্ত
চাষা পাড়া
কৃষ্ণনগর,নদিয়া- ৭৪১১০১
চলভাষ- ৯৫৬৩৮১৯৪০১

No comments:

Post a Comment