অণুগল্প ।। উত্তম বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

অণুগল্প ।। উত্তম বিশ্বাস


 

পৈতৃক সম্পত্তি

 

সুপ্রিমকোর্টের রায়টা শান্তমাথায় শুনে এসেছে সুমিতা। হ্যাঁ পৈতৃক সম্পত্তির চুলচেরা ভাগ বুঝে নিতে এসেছে সে! কিন্তু আশ্চর্য ওরা একটুও পাল্টায়নি! সেই সুরেশ্বরী ডাঁটা, কচুর বড়ি, চিঁড়ের পুটলি মা আর বৌদি মিলে ব্যাগ বোঝাই করে দিয়েছে। এবারে বাড়তি পাওনা বলতে নতুন গাছের মিশকালো দুটো তাল।

সুমিতা খেকিয়ে উঠল,"তোমরা কি আমার পাগল পেয়েছ?"

অলকা ওর চিবুক ধরে ঝাঁকিয়ে দিল,"তবে কী নিতে এয়েচ ননদিনী?"

"উঁহু! তুমি যাওনা বুঝি?"

এবার অলকা উঠোনে পা ছড়িয়ে কাঁদতে বসল! 

"কীরে, কী হল তোদের?"

"কিছু না মা। নতুন একখান করাতকল আসতে চলছে কিনা!''

"এখন কলটল দিয়ে কী হবে শুনি!"

সুমিতা বলেই ফেলল, "তোমাকে চিরে আমারটুকু আমি বুঝে নেব মা!"

 

 ================

 

উত্তম বিশ্বাস

দত্তপুকুর, ব্যায়াম সমিতি




                              


 
 
 

    

No comments:

Post a Comment