কবিতা ।। চন্দন মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। চন্দন মিত্র



আমাদের  ভদ্রাসন


আমাদের  স্বাধীনতা  নামক  ভদ্রাসন  থেকে

স্ব  নামের  সভ্যটি  বিদায়  নিয়েছে  বহুকাল 

পড়ে  আছে  অধীনতা  নামের  বাসাটি  একা
 
তার  সাথে  ভদ্র  শব্দের  কোনো  যোগ  নেই
 

==============


চন্দন মিত্র
ভগবানপুর ( হরিণডাঙা )
ডায়মন্ড হারবার , দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ , ভারত
সূচক --- ৭৪৩৩৩১
চলভাষ --- ৯৩৩২৩৫৮৭৪৭ 


No comments:

Post a Comment