কবিতা ।। শম্ভু সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। শম্ভু সরকার



   বারুদ জ্বালা

               


আবছা আলো আবছা আঁধার

খুলছে না জট একটা ধাঁধার

আরও কত কালের জন্য

জুটবে না তোর মুখে অন্ন

হাঁটবি তবু ভোট মিছিলে

টানবি ঘানি সবাই মিলে

ভাঙরে পাথর তোল হাতুড়ি

ভেঙে দে আজ ছল চাতুরী

হিসেব নিকেশ নে শিখে নে

দলে দলে আওয়াজটা দে

মানবো না আর কোনো বাঁধা

ভাত দে তোরা হারামজাদা

ওই চেয়ে দেখ দিগ্বিদিকে

গল্প কারা যাচ্ছে লিখে

দিন মজুর আর শ্রমিক কিষান

দড়ি ধরে জোরসে দে টান

হীরক রাজার মুন্ডুপাতে

করিস নে ভয় এই প্রভাতে

রথের চাকা টানছে যারা

তারাই কেন সর্বহারা

রক্ত যখন দিতেই জানিস

মিছেই চোখে অশ্রু আনিস

ছুড়ে ফেলে ভিক্ষের থালা

বুকের ভিতর বারুদ জ্বালা।


=============

Sambhu Sarkar

Vill Po. Hingnara

Ps. Chakdaha

Dist. Nadia

Pin 741223

Mobile 9126434148




No comments:

Post a Comment