কবিতা ।। সঞ্জীব বনিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। সঞ্জীব বনিক



      বলির পাঁঠা

শোষন- বাড়ছে অন্তহীন গতীতে।
অত্যাচার- নিয়ন্ত্রন হারিয়ে চলেছে।
লালসা- লালায় লকলক করছে।
প্রতারনা- জাতীয় পুরস্কার পাচ্ছে।
তবু এ জীবন,
         অপ্রান পাথরের মতো রাস্তায় পড়ে থাকে।
শোষন জুতো,
          ক্ষত-বিক্ষত করে দিয়ে যায় তার দেহ।।
প্রতিবাদ- চাপা পড়েছে জমাট বাঁধা রক্তে।
প্রতিরোধ- তলিয়ে গেছে অতল তলে।
প্রতিঘাত- ধূলোর সাথে মিশে গেছে।
অনুভূতি- আজ তার কোন অস্তিত্ব নেই।।
তবু বেশ থাকি,
            নিরস কল্পনায় ডুবে মুক্ত শ্বাস খুঁজি।
চুপ থেকে থেকে,
            ভুলেছি নিজ প্রতিবাদের প্রান শক্তি।।
আইন- ঝুপড়ির ধারে ডাসপিন বোঝাই।
শিক্ষায়- করাল পদা নেমে এসেছে।
চিকিৎসা- ফুটপাতে ঢেলে সেল সেল সেল।
মানবতা- মানুষের মন থেকে মুছে যাচ্ছে।।
তবু আমরা,
            মোহান্ধে বলির পাঁঠা সেজে বসে আছি।
শ্যাদ্ধের পিন্ডের ন্যায়,
             শোষণ,অত্যাচার, লালসা জাট বাঁধে।
মানুষ হারিয়েছে,
             বাঁচার ঠিকানা, প্রতিবাদের সাহস।
শহস্র মৃত্যু দেখে,
              আতঙ্কে আতনাদ করে উঠি.........।।
অন্ধকার গাঢ়তর হয়ে আসে......
মনে প্রশ্ন জাগে !!
সত্যিই কি বেঁচে আছি ??
 
=====================
  
নাম= সঞ্জীব বনিক
ঠিকানা= গ্ৰাম+পো= বেলেদূগানগর,
থানা= জয়নগর
পিন=৭৪৩৩৩৭

2 comments:

  1. কিছু বানানে ভুল আছে।তাই বানানের দিকে নজর রেখে লেখা পাঠান উচিৎ ছিল। তবে লেখায় সারবত্তা আছে।

    ReplyDelete
  2. ধন্যবাদ মহাশয় ফোন থেকে মেল করে ছিলাম
    অনেক বানান লিখতেই পারিনা।

    ReplyDelete