কবিতা ।। চন্দন সুরভি নন্দ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। চন্দন সুরভি নন্দ



ক্ষণস্থায়ী 

         

কিছু পরিচয় ক্ষণস্থায়ী হওয়াই ভালো 
অনন্ত আকাশ জুড়ে 
আলো ফেলে গ্রহ তারা
সে আলাপ চিরন্তন, বাঁধনহারা 

যে ক্ষণিকের তরে আসে
ধূমকেতুর মতো,
যার ছায়া শীতল করে যায়
স্বল্প পরিসরে,

সে পরিচয় দামী হয়
যন্ত্রনার প্রগাঢ় দংশনে,

সেই স্মৃতি মাঝে মাঝে উঁকি দেয় 
ক্লান্ত সন্ধ্যার শূণ্যতায়,
অবসন্ন দুপুরের নীরব আবাহনে ,

সে আগন্তুক স্পর্শ করে 
মানবতার প্রাচীরের ভগ্ন আচ্ছাদনে।
 
-------------------------------------

চন্দন সুরভি নন্দ,  মানবাজার, পুরুলিয়া ।

No comments:

Post a Comment