কবিতা ।। রঞ্জন চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। রঞ্জন চৌধুরী






কবিতায় সাঁকো বাঁধা


পাহাড় থেকে গড়িয়ে পড়ছে জল - - - -

একে কি বলবো ? ঝরনা বলি !
না বেসামাল পাহাড়ি ভালোবাসা ! 

নীচে স্ফীতকায় জলাধার
রঙিন মাছেদের চলাফেরা;

ওপরে নীলাকাশ, উদাসীন, মূক
প্রজাপতি হয়ে মেলে ধরেছে ডানা ।

ভূর্জপত্রে যা লিখি তা সব কবিতা নয়
পূজাপার্বণ শেষে হাত পেতে যা নিই
তেমনি প্রসাদ কণা।

প্রদীপের মুখে বসে দ্বীপশিখা
যদিও গোপনে রাখে এসব জোনাক কথা
তবুও, একাত্ম হই, ডিমের খোলস ভেঙে
দৃষ্য ও শব্দের উষ্ণতায়
মধ্যবিত্তের পূণ্যপুকুরে নৌকো ভাসাই
আর রাস্তা ফুরিয়ে গেলে
মুখোমুখি হই নি:সীম অন্ধকারের নগ্নতায় - - - -

এমনি একমুঠো সম্বল আমার
এমনি অক্ষরের সুতো জুড়ে জুড়ে
                    কবিতায় সাঁকো বাঁধা।

                             ****

রঞ্জন চৌধুরী ।
আর. জি. পল্লী। (মা সারদা শেলাই স্কুলের পাশে)। সোনারপুর। কলকাতা - ৭০০১৫০ ।
চলভাষ :৭০৪৪৯৩৩১৪৮(WhatsApp) / ৬২৯০২১৪০৭২



 

No comments:

Post a Comment