কবিতা ।। আব্দুর রহমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। আব্দুর রহমান



             
    

জৈবিক সম্পর্ক



ঘরে জ্বলছে  জৈবনিক চেতনা তারাদের দেশে
যেদিকে তাকাই সবটাই তার চোখে মরা কীটের আনাগোনা
হিট স্প্রে করলে শ্মশান ধর্মশালায়  বেদ করে পাঠ
জৈবিক চাহিদা নেমে আসে বারান্দায়  রোদ্দুর নদী
মোহনায় এসে থামে সাঁতার কাটতে শিখবে বলে
মেঘ ভয় পায় গভীর জঙ্গল থেকে  বের হয়ে  আসে স্বপ্নশূন্য ছেঁড়া পাতার মতো খন্ড নারী শরীর
জৈবনিক চেতনায়  জ্বলে পুড়ে খাক এ কালের চাঁদ
মরাকীট শুঁয়োপোকা করে কিলবিল গোগ্রাসে গিলতে
গিলতে গিলতে ছোবড়া করে দেয় জোত জমা রুচি
প্রজাপতি হওয়ার মন্ত্র ভুলে পাহাড়ি সন্ধ্যায় সমর্পণ
সেও তো এক অনির্ধারিত উপস্থিতির  জঞ্জাল
না তারা না আকাশের গায়ে  লাল হলুদ নীল সবুজের খেলা ভুলে যায় তারা জীবনের গভীরে নেই কোনো পরিচয় আছে শুধু রিহার্সালের  কলাকুশলীরা  নাটকের প্রম্টার অলক্ষ্যে  রয়ে যায় চালক বিহীন চালক এভাবেই রোদ্দুর নদী ছায়া অধিকারে যাবে ভেবে পরমানুর গন্ধ মেখে উঠোনে দাঁড়িয়ে দেখায় প্রেম হিংসার লালন পালনে   বন্ধুত্বের সম্পর্ক দৃড়তার মোহে  জৈবিক নোদনা  শুনি বিমুক্ত উঠোনে সেখানেও নেমে আসে নদীর পাড় ভাঙার গুঞ্জন ।
 


 প্রতিশ্রুতি




  একটা ঘন অন্ধকার শ্বাসরুদ্ধ যাপন এলোমেলো

দিক শূন্য ;  দিগন্ত চিরে  ছুটে আসছে শ্বাপদ

যুগে যুগে এরা আসে , লাফায় , আঁচড়ায় ,নষ্ট করে 

হৃদয় , সত্য , জীবন ধর্ম  । রেখে যায় কালো রক্তের দাগ ।

কত সংসার প্রেম মানুষ মানুষী বলি দেয় প্রাণ

শিশুর শব নারীর ছিন্নভিন্ন শরীর লিখে রাখে

অন্ধকার-শ্বাপদের কলংকিত ইতিহাস

জিঘাংসা ঘৃণা ভেদে ফুটো হয়ে যায় জীবন তরী


উত্তরণে আলো এসেছে জীবন পথে 


বার বার , কখনো হয়নি ব্যর্থতায় বিলীন

আরো একটি পরিবর্তন , অপেক্ষার প্রহর

চেতনার উন্মেষে স্রোতের প্রবাহে থাকে  প্রতিশ্রুতি
 
============================

 Abdur Rahman
Vill.Altabartala
P.O. Bhagwangola
Dist-Murshidabad
PIN 742135
Mob.8250788035

No comments:

Post a Comment