কবিতা : বিশ্বজিৎ চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা : বিশ্বজিৎ চট্টোপাধ্যায়





সেখানে ঘাসের রং সবুজ



পোড়া ঘাসের স্তুপের উপর দাঁড়িয়ে থাকা পিয়ানোয়
ছুঁয়ে আছে বীভৎসতার গলে যাওয়া হাত
বেজে চলেছে আগুন
নীল আকাশ আসতে আসতে গনগনে লাল হয়ে উঠছে
মৃত খুলি মাথা নামিয়ে মেনে নিচ্ছে সব অপরাধ

সাটার বন্ধ করার আগে চোখের গ্রিলে একটি বৃদ্ধ হাত
বন্দিত্ব খেতে খেতে
নুয়ে যাওয়া দেহে
আর চির অপেক্ষা।

এদিকে বিছানার উপর উপুড় হয়ে আছে ঘুম
আয়নায় ফুটে উঠছে
উলঙ্গ নারীর ঢেউ
ভেসে যাচ্ছে স্বপ্ন নিজ দোষে

ডিএনএর ভেতর নৌকা বেয়ে পাড়ি দিচ্ছে
পূর্বপুরুষের কঙ্কাল
কেওবা ডুবে যাচ্ছে গভীর সমুদ্রে
শেকড়ে জমানো আছে
বৈদিক জ্ঞান অজানা লিপিতে
তাই চেয়ে দেখা ছাড়া কিই বা উপায়

পৃথিবীর শিরায় রক্তের স্রোত
লাভার উপর বসে আছে ধ্যানমগ্ন মহাকাল
রক্ত মেখে উঠে আসছে সূর্য
করজোড়ে সমস্ত ব্রহ্মান্ড তর্পন করে চলেছে অজানা ভয়ে

আগুনের লেলিহান শব্দ ভেদ করছে কর্ণকূহর
ভেঙে পড়ার আগে সমস্ত ইন্দ্রিয়
শেষ বারের মত চেটে নিচ্ছে
এক পেয়ালা গরম মুহূর্ত

আর কিছুটা পথ পেরিয়ে দেখা যাচ্ছে
কিভাবে একটি শীর্ন হাত খায়িয়ে দিচ্ছে অভুক্ত পৃথিবীকে।

সেখানে ঘাসের রং সবুজ আর পিয়ানোয় তোলে সাত সমুদ্র।

No comments:

Post a Comment