ছড়া ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

ছড়া ।। রঞ্জন কুমার মণ্ডল


            : বর্ষা  :


বর্ষা নামুক 
বর্ষা কালে 
অঝোর ধারায় বৃষ্টি ঝরুক 
কৃষক কাজে 
নতুন সাজে 
চাষের কাজে, পায় যেন সুখ। 
কাদাড়ে চাষ 
নয় বারো মাস 
আষাঢ় শ্রাবণএই দু'মাসে 
বর্ষা ভালো 
চাষে আলো 
হাল চালিয়ে কৃষক হাসে। 
আমন রোপন 
দেখায় স্বপন 
ভরবে যে মাঠ সোনার ধানে 
ফসল ভালো 
জ্বলবে আলো 
মাতবে এ দেশ, শান্তি গানে। 
              
==================

রঞ্জন কুমার মণ্ডল
গ্রাম +পোঃ -সারাঙ্গাবাদ 
থানা - মহেশতলা 
দক্ষিণ ২৪ পরগণা 
কলকাতা -৭০০১৩৭.
হোয়াটস্ আপ নং - 8240249978.

No comments:

Post a Comment