কবিতা ।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। সাইফুল ইসলাম





আশার মৃত্যু নেই



মরতে কেউই চায় না
তবু মৃত্যু হয়। 
পৃথিবীকে ভালোবেসে
কয়েকটা দিন কেঁদে হেসে
একদিন--
ইচ্ছার বিরুদ্ধে চলে যেতে হয়।
এখানে হাসি সংখ্যালঘু
কান্না সংখ্যাগুরু
সব কিছু মিলেমিশে বাস। 
আট বছরের অবোধ শিশুটার
যেদিন সলিলসমাধি ঘটল
নিথর দেহটা তুলে দেখি
মুষ্টিবদ্ধ হাতে-
সামান্য একটা কাশ। 
হয়ত শেষ মুহূর্তের বন্ধু ভেবেছিল
তাই জাপটে ধরে
আবার পৃথিবীর মুখ দেখতে চেয়েছিল।
কিন্তু হায়-
সবাইকে একদিন না একদিন
বিদায় জানাতে হয়।        
 
===============
 
বর্দ্ধনপাড়া, বীরভূম  

No comments:

Post a Comment