কবিতা ।। জসিমদ্দিন সেখ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। জসিমদ্দিন সেখ


 

 না রাখা খোঁজে 



এখন তেমন খোঁজ রাখিনি
নিত্য নাশ আর ভঙ্গে,
সংসারে কূল বাধিয়ে সেথা
পথ চলা তার সঙ্গে।

কিছু ছবি তার উসকে দিত
সুপ্ত মহাব্বতে, 
নিদ্রা আর প্রেম উত্থানে 
নিয়তির সংঘাতে।

কত কৌতুক হাস্য রসে 
ভাষ্য মিঠামিঠে, 
মিছে রঙের পরিপাটির
ত্রুটি অন্য পিঠে। 

কেমন আছে খোঁজ রাখিনি 
সুস্থতাতো বটে।
তাইতো নীরব ছুঁয়ে গেল 
প্রেমের অকপটে।  

================
 
জসিমদ্দিন সেখ
গ্রাম: রঘুপুর, পোঃ : ভট্টবাটি
থানা: নবগ্রাম, জেলা: মুর্শিদাবাদ
রাজ্য : পশ্চিমবঙ্গ, ভারত 
ডাকসূচক সংখ্যা : 742149
হোয়াটসঅ্যাপ নম্বর : +9660576891425


No comments:

Post a Comment