কবিতা ।। বিকাশ আদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। বিকাশ আদক



করোনার কবলে


কালো রুমালে চোখের জল মোছে সায়রা বিবি
ফরিদার আব্বা ফেরেনি আর ইন্ডোর থেকে;
পাড়ার রামুদা রোজ রোজ ঘুমের ওষুধ খায়
রোজগার কই? সব বন্ধ, বন্ধ ফেরি পথে-ঘাটে।

স্কুল-কলেজ বন্ধ , কোচিং সেটাও লাটে গেছে
অমিত আজ দিশেহারা, বন্ধ ওষুধ মায়ের;
বি.এ. পাশ লাল্টু বাবার দোকানের হাল ধরে
শহরতলির কোণে বন্ধ তার দোকান চায়ের।

ভিক্ষে করা লক্ষ্মী মাসির চড়ে না হাঁড়ি দিন
বাড়ি বাড়ি বন্ধ কাজ মানুর সংসার জ্বলে,
হকারওয়ালা, যানজীবী অপেক্ষায় দিন গুনে
ফুটপাতের প্রাণীগুলোও অসহায় চোখ মেলে।

মাস-দেড়েক পরে যখন সেবাদি বাড়ি আসে
পাড়া ও ভাড়াটিয়া মিলে নির্মম সোচ্চার উৎখাতের;
ধর্মধ্বজীরা কোথায়? খোলে না মন্দির-মসজিদ-গুরুদুয়ার,
শুনহে মানুষ, বইবে কেমনে এত বোঝা পাপের।

কত কারিগর, কলকারখানা বন্ধ, বাতাসে অবসাদ
রঙের লড়াই তারও মাঝে, মানচিত্র নিয়ে টানাটানি!
মৃতের স্তূপে প্রহর গুনছে মানুষ বিবেক অস্তগামী
এবেলা সবাই যদি পাশে দাঁড়াই বদল আসবেই মানি।।
 
-----------------------------------------

বিকাশ আদক
গ্রাম- ধর্ম্মপোতা, পোষ্ট- কল্লা, থানা- চন্দ্রকোনা,
জেলা- পশ্চিম মেদিনীপুর (৭২১২০১)
মোবাইলঃ 6297404766   

No comments:

Post a Comment