কবিতা ।। অন্বেষা দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। অন্বেষা দত্ত






 ওঁদের লকডাউন! 


সারা পৃথিবীতে জুড়ে যখন রাস্তাঘাট ফাঁকা 
একান্তই বেরোতে হলে মুখে মাস্ক ঢাকা
আর যাদের জন্য এখনও ঘুরছে জীবনগতির চাকা
তাদের জন্য কি শুধুই বঞ্চনা তুলে রাখা? 
ডাক্তার, নার্স, পুলিশ, ব্যাঙ্ক কর্মচারী
যাঁদের জীবনের থেকে দায়িত্বের বোঝা ভারী
তাঁদেরও তো আছে পরিবার, বাবা-মা, সন্তান 
তবু তাঁরা লড়ে যাচ্ছেন পরোয়া না করে নিজেদের প্রাণ
অনেকেই ইতিমধ্যে আক্রান্ত বা মৃত, যদিও অবলম্বন করেছিলেন সাবধানতা
তাঁদের কি এইভাবে অকালে চলে যাওয়ার কথা?
তবুও যখন প্রাণের থেকেও বড় হয়ে ওঠে সেবাধর্ম
তখনই বোধহয় মানুষ নিঃস্বার্থে করে যেতে পারেন নিজের কর্ম
আমরা কবে বুঝবো এই বলিদানের মর্ম?? 
আর কবে?? এনাদের তো লকডাউন নেই কোন
একটা কথা জেনো
কিছু সময় পরে সব আস্তে আস্তে স্বাভাবিক হবে
আবার ছুটে যাবে তো তাঁদের কাছে দরকার হবে যবে! 
তখন পারবেন তো তাকাতে তাঁদের চোখের দিকে
আর কতদিন থাকবেন মানবিকতাকে শিকেয় তুলে রেখে
লাঞ্ছনা-বঞ্চনা তো অনেক হল, এবার দেওয়া যায় না কি প্রাপ্য সম্মান
গৃহবন্দী অবস্থায় আশা-ভরসার নিশ্বাস ফেলেছি যাদের ঘাড়ে রেখে কামান
কি হবে ভেবেই আমরা কেঁপে উঠেছি বিভীষিকায়
আর এই যোদ্ধারা কাউকে দেখতে পাননা যখন পেছন ফিরে তাকায়
অস্ত্র ছাড়াই লড়ছেন, তাঁরাই আমাদের ঢাল
যোগ্য সম্মানটুকু তো তাঁদের প্রাপ্য, কেউ জানিনা কি হবে কাল! 
আমরা বাড়িতে বসে চিন্তা-দুশ্চিন্তা নিয়ে ভেবে যাচ্ছি সাতকাহণ
ছুটি তো দূরের কথা, বীরের মত লড়ে যাওয়া.. এটাই ওঁদের লকডাউন! 
 
 ========================
 

নাম - অন্বেষা দত্ত
Address - 15/D, Rajendra Lal Street, 
                   Kolkata - 700006
Location - Near Manicktala Post Office
P.O. - Beadon Street
P.S. - Narkeldanga


 

No comments:

Post a Comment