কবিতা ।। সৈকত মাজী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। সৈকত মাজী



এখানে এটুকু

 

আমার মৃত্যু পরোয়ানা সঁপেছি তোমার হাতে,
একটা বিষ ক্রমশ সাম্রাজ্য বিস্তার করে চলেছে,
ভীত সন্ত্রস্ত হটেছি পিছু ,
আমরাও গুটিয়ে নিচ্ছি আকাশ,
তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে
ঢুকেছি আবার গর্তে,
জানালার পাল্লা ঠেলে ক্রমশ
সংকুচিত হয়ে আসছে শহর,
গলি গলিতে বেজেছে সাইরেন
চোঙা মুখে ঘুরছে সতর্কবাণী,
আমাদের দিন শুরু হয় স্যানিটাইজার মেখে,
ঘুমোতে যাবার আগে খেয়েনি স্যানিটাইজার,
ফুসফুসে জড়িয়ে আছি N-95,

আমার মৃত্যু পরোয়ানা সঁপেছি তোমার হাতে,
এখানে হাঁটাপথ হয়েছে উধাও,
এখানে স্থলপথ ক্রমশ উদ্বায়ী,
জলপথে পড়েছে নাকাবন্দী,
এখানে দিন শুরু হয় আইসোলেশনে
এখানে রাত নামে মৃত্যু নিয়ে শিয়রে।

=============

 

সৈকত মাজী
গ্রাম-বেলডাঙ্গা
পোস্ট - কুস্থলিয়া
থানা- গঙ্গাজল ঘাঁটি
বাঁকুড়া

No comments:

Post a Comment