কবিতা ।। সত্যম ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। সত্যম ভট্টাচার্য



আশা


 

আজ অনেকদিন পর

পূর্ণিমার চাঁদ দেখলাম আকাশে

 

রাতের ঝকঝকে মেঘহীন তারাভরা আকাশ

 

সন্ধ্যে নাগাদ একঝাঁক বক উড়ে গেলো

তাদের নিজস্ব ঠিকানায়

সাদা দাগের চিহ্ন পড়ে থাকলো

দিগন্ত জুড়ে বহুক্ষণ

এমন দাগ তো আমরাও ফেলতে চেয়েছিলাম

চিরকাল মনে থাকতে চেয়েছিলাম তোমাদের

 

কিন্তু এখন আর ডানা মেলে

উড়ে বেড়াতে পারিনা

স্থবির জঙ্গম হয়ে গিয়েছি বহুকাল

মনে জমে উঠছে ক্লেদ দিনে দিনে

 

জানি না কবে মনের আকাশও

আজকের মতো পরিষ্কার হবে

 

মলিনতা দূর করে মেঘ কাটিয়ে

আবার কবে ঝকঝক করবে সব... 

No comments:

Post a Comment