কবিতা ।। বিশ্বজিৎ কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। বিশ্বজিৎ কর



 

জীবন-নদী!

***********************
 
জীবন-নদীর ঢেউ ওঠে, 
সময়ের বাঁধভাঙা স্রোতে! 
কোন্ সেই দূরের তীরে বসে, 
মাঝে মাঝে ঢেউ দেখি-
একরাশ উচ্ছ্বাসে প্লাবিত! 
তীরে জল আসে, ভিজে যায় ভাবনাগুলো -
নদী-মা আমায় চুম্বন দেয়, 
আমি ছেলেবেলা দেখি -
নিষ্পাপ, নিষ্কলঙ্ক, হারিয়ে যাওয়া! 
দিনশেষের রক্তিম আভায় জীবন-নদী কাঁদে, 
ছেলেবেলার মতো! 
 
****************
বিশ্বজিৎ কর।
বোড়াল মেন রোড 
কলকাতা ১০৩

No comments:

Post a Comment