কবিতা ।। নক্ষত্র রাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। নক্ষত্র রাহা


 

অসুখ




রাতের অন্ধকার ফ্যাকাশে হতে হতে 
কখন যে দিনের উজ্বলতা বেড়েছে
ভবিষ্যতের কাঁধে সুখের জোয়াল রেখে
ঘোলাটে অসুখে __ ,

অবিন্যস্ত  চুলগুলো ধূসর হতে হতে
চলার রাস্তা বেখেয়ালেই পিগমেন্ট হারিয়েছে 
অনাগত আধবোজা ছত্রধর ঠোঁটে;

খেয়াল রাখিনি
কবে নদীর নাব্যতা হারিয়েছে চটকদারী
আধুনিক অর্কেস্ট্রার বহুগামী সঙ্গীতের
বাহ্য গৌরব উল্লাসে!

বিক্ষুব্ধ ঝড়ের গ্রন্থিতে মানব অনুভূতির
প্রথম যৌনসুখ ভেঙ্গেছে অনুপলব্ধ পাঁজরের
নিচে হৃদপিন্ডের ঝোড়ো দমকা ঝাঁকুনিতে!
ওদের সখ,
 ওদের আকাশ যাত্রার পূর্বপরিকল্পিত
ডানায় ওড়া সবুজ অভিযানের অরণ্যে হঠাৎ
এসে পড়েছিলাম বিবর্ণ আগন্তুক অসুখ !

ফিরিয়ে দিয়েছি একে একে সব হৃত সবুজ
রক্তের উচ্ছল ইতিবাচক স্রোত ___ ,
আবার ফিরে এলাম ভবিতব্যের স্কন্ধ্যে নিয়ে
 ফেলে আসা চিরন্তন সমতল অসুখ।
 
============================ 
 
 

No comments:

Post a Comment